শ্রীলঙ্কায় ফিরে এসেছেন পদত্যাগ করা প্রেসিডেন্ট গোটাবাইয়া
শ্রীলংকার পদত্যাগ করা প্রেসিডেন্ট গোটাবাইয়া রাজাপাকসে আবার দেশে ফিরে এসেছেন। তিনি এতদিন সাময়িক ভিসা নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন। সেখান থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে করে কলম্বো ফেরেন তিনি।
শ্রীলংকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে গত জুলাই মাসে ব্যাপক বিক্ষোভের মুখে গোটাবাইয়া দেশ থেকে পালিয়ে যান। দেশের অর্থনৈতিক সংকটের জন্য বিক্ষোভকারীরা তার সরকারকে দায়ী করে।
বৈদেশিক মুদ্রার সংকটের জের ধরে দেশটিতে তীব্র খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছিলো। এর জের ধরে গত এপ্রিল মাসে খাদ্য ও জ্বালানি তেলের মূল্য ব্যাপকভাবে বেড়ে গেলে দেশটিতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। সমাজের বিভিন্ন স্তরের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে রাজাপাকসে সরকারের বিরুদ্ধে। এর জেরে গত মে মাসে পদত্যাগে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী এবং গোটাবাইয়ার ভাই মাহিন্দা রাজাপাকসে।
তবে মাহিন্দার পদত্যাগের পরও বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারীরা জুলাই মাসে প্রেসিডেন্ট গোটাবাইয়ার সরকারি বাসভবনে ঢুকে পড়ে। গোটাবাইয়া ওই অবস্থায় সামরিক বিমানে করে দেশ ছেড়ে পালিয়ে প্রথমে মালদ্বীপ যান। সেখানে কিছুদিন অবস্থান করে সিঙ্গাপুর যান এবং সেখান থেকে থাইল্যান্ডে অবস্থান নেন।
গোটাবাইয়ার পালানোর পর নানা নাটকীয়তার মধ্য দিয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট হন রণিল বিক্রমাসিংহে। তিনিই এখন দেশ চালাচ্ছেন। সেক্ষেত্রে গোটাবাইয়ার ফিরে আসাকে তার সরকার কীভাবে নেবে এবং বিক্ষোভকারীদের ভুমিকা কী হয় তা গুরুত্বপূর্ণ বিষয়।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে- বিক্ষোভের অন্যতম নেতা ফাদার জিভান্থা পেইরিস জানিয়েছেন, গোটাবাইয়ার দেশে ফিরে আসার বিরোধিতা তারা করছেন না। শ্রীলংকার যেকোন নাগরিকই দেশে ফিরে আসতে পারেন। তবে তিনি যদি আবার রাজনীতি বা সরকারে সক্রিয় হতে চান তাহলে আবারো আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা।#
পার্সটুডে/এসআইবি/৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।