রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণ করে দিতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় ইউনিয়ন
(last modified Sat, 10 Sep 2022 05:46:21 GMT )
সেপ্টেম্বর ১০, ২০২২ ১১:৪৬ Asia/Dhaka
  • গ্যাসপ্রম হচ্ছে ইউরোপে প্রধান গ্যাস সরবরাহকারী দেশ
    গ্যাসপ্রম হচ্ছে ইউরোপে প্রধান গ্যাস সরবরাহকারী দেশ

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো জানিয়েছেন, গতকাল (শুক্রবার) রাশিয়ার গ্যাসের দাম নির্ধারণ করার জন্য ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা যে জরুরি বৈঠকে বসেছিলেন তাতে তারা একমত হতে পারেন নি। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

হাঙ্গেরির মন্ত্রী বলেন, “আজকের বৈঠকে কোনো সমাধান হয়নি, বৈঠকে শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক ছিল। আমরা আশা করছি আগামী সপ্তাহে অথবা তার পরের সপ্তাহ শুধুমাত্র সদস্য দেশগুলো নয় বরং ইউরোপীয় কমিশন লিখিতভাবে কিছু প্রস্তাব উপস্থাপন করবে।”

ইউরোপীয় কমিশন চলতি মাসের প্রথম দিকে গ্যাসের দাম বেড়ে যাওয়া ঠেকাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক ডাকার পরামর্শ দিয়েছিল। ইউরোপীয় কমিশনের পক্ষ থেকে যেসব পরামর্শ দেয়া হয়েছিল তার মধ্যে একটি ছিল রাশিয়ার পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা গ্যাসের দাম ঠিক করে দেয়া।

কিন্তু সদস্য দেশগুলো গতকালের বৈঠকে এই প্রস্তাবের বিষয়ে একমত হতে পারে নি। ইউরোপীয় ইউনিয়নের কোনো কোনো সদস্য দেশ বলেছে- এ ধরনের পদক্ষেপে হিতে-বিপরীত হতে পারে।” #

পার্সটুডে/এসআইবি/১০

ট্যাগ