ইউরোপীয় ইউনিয়ন নিজেদের স্বার্থকে আন্তর্জাতিক আইনের উর্ধ্বে প্রাধান্য দেয়: ইরান
(last modified Sun, 27 Oct 2024 09:42:47 GMT )
অক্টোবর ২৭, ২০২৪ ১৫:৪২ Asia/Dhaka
  • ইউরোপীয় ইউনিয়ন নিজেদের স্বার্থকে আন্তর্জাতিক আইনের উর্ধ্বে প্রাধান্য দেয়: ইরান

পার্সটুডে- ব্রাসেলসে ইরানের দূতাবাস বলেছে: ইউরোপীয় ইউনিয়ন নিজেদের স্বার্থকে আন্তর্জাতিক আইনের উর্ধ্বে প্রাধান্য দেয়। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী হামলার পর ইউরোপীয় ইউনিয়নের নিষ্ক্রিয় বিবৃতির প্রতিক্রিয়ায় ইরান ওই মন্তব্য করলো।

ব্রাসেলসে ইসলামী প্রজাতন্ত্র ইরানের দূতাবাস এক্স সোশ্যাল নেটওয়ার্কে দেওয়া এক বার্তায় লিখেছে: ইরানের ওপর ইসরাইলি আগ্রাসণের নিন্দায় ইউরোপীয় ইউনিয়নের অবস্থান উল্লেখযোগ্যভাবে দুর্বল।

পার্সটুডে জানায়, ওই বিবৃতিতে আরও বলা হয়েছে: তাদের ওই অবস্থান প্রমাণ করছে ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের সদস্য দেশগুলো তথাকথিত আইন-ভিত্তিক ব্যবস্থার চেয়ে নিজেদের স্বার্থকে আন্তর্জাতিক রীতিনীতির ওপর প্রাধান্য দেয়।

এর আগে ইউরোপীয় ইউনিয়ন একটি বিবৃতি দিয়েছে। ওই বিবৃতিতে ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী আগ্রাসী পদক্ষেপের নিন্দা না জানিয়ে উত্তেজনা বৃদ্ধি ঠেকাতে উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম ধারনের আহ্বান জানানো হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল গতকাল (শনিবার) ভোররাতে ইরানের তেহরান, খুজেস্তান এবং ইলাম প্রদেশের কয়েকটি সামরিক কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেসব আগ্রাসী হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ইরান এয়ার ডিফেন্স পাবলিক রিলেশন্সের বিবৃতি অনুযায়ী কিছু জায়গায় সীমিত ক্ষতি হয়েছে।#

 

ট্যাগ