ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন না: রাশিয়াকে আমেরিকার হুঁশিয়ারি
(last modified Sat, 17 Sep 2022 13:02:52 GMT )
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১৯:০২ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার করে তাহলে তারা আন্তর্জাতিক অঙ্গনে এক ঘরে হয়ে পড়বে। পাশাপাশি রাশিয়াকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে।

মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল শুক্রবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তার কাছে জানতে চাওয়া হয়- মস্কো যদি ইউক্রেনের পূর্বাঞ্চলে কিয়েভ বাহিনীর অগ্রগতি ঠেকাতে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করে এবং এই তথ্য যদি জানতে পারেন তাহলে কি করবেন-এমন প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, রাশিয়া এ কাজ যেন না করে। তাহলে তারা যুদ্ধের গতিপ্রকৃতি পাল্টে দেবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের অস্ত্র ব্যবহার হয়নি বলেও তিনি উল্লেখ করেন।

তবে, এমন প্রেক্ষাপটে আমেরিকার জবাব কি হবে সে সম্পর্কে তিনি বলতে অস্বীকৃতি জানান। বাইডেন বলেন, তিনি যদি জানতে পারেন রাশিয়া গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করেছে তাহলে তারা সারা বিশ্বে এত বেশি একঘরে হয়ে পড়বে যার তারা কখনো ছিল না। তিনি আরো বলেন, রাশিয়া কী করছে সেই অনুসারে আমেরিকা জবাব দেবে।#

পার্সটুডে/এসআইবি/১৭

ট্যাগ