ইউক্রেনে ‘কম ধ্বংসাত্মক’ পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ কাদিরভের
(last modified Sun, 02 Oct 2022 01:42:48 GMT )
অক্টোবর ০২, ২০২২ ০৭:৪২ Asia/Dhaka
  • চেচনিয়া অঞ্চলের প্রশাসনিক প্রধান রমজান কাদিরভ
    চেচনিয়া অঞ্চলের প্রশাসনিক প্রধান রমজান কাদিরভ

ইউক্রেনে তুলনামূলক কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন চেচনিয়া অঞ্চলের প্রশাসনিক প্রধান রমজান কাদিরভ। ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনী নতুন করে এক ব্যর্থতার মুখে পড়ার পর এ আহ্বান জানালেন প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কাদিরভ।

ইউক্রেনে ব্যর্থতার জন্য রুশ সেনা কমান্ডারদের সমালোচনা করে রমজান কাদিরভ এক টেলিগ্রাম বার্তায় লিখেছেন, ‘আমার ব্যক্তিগত মত হচ্ছে, আরও কঠোর পদক্ষেপ নেয়া উচিত। এটা হতে পারে সীমান্ত এলাকায় সামরিক আইন ঘোষণা করা ও কম ধ্বংসাত্মক পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা।’

এর আগে শনিবার দোনেস্কের গুরুত্বপূর্ণ লিম্যান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেন বাহিনী। সেখান থেকে সেনাদের সরিয়ে আনার কথা স্বীকার করেছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ইউক্রেনের লুহানস্ক, দোনেস্ক, খেরসন ও জাপোরিজ্জিয়াকে রাশিয়ায় অন্তর্ভুক্তির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন। তার পরদিনই ইউক্রেনের বাহিনীর হাতে লিম্যান শহরের নিয়ন্ত্রণ হারাল রুশ সেনারা।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ