ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদপিষ্ট হয়ে ১৭৪ জনের মর্মান্তিক মৃত্যু
https://parstoday.ir/bn/news/world-i113944-ইন্দোনেশিয়ায়_ফুটবল_মাঠে_পদপিষ্ট_হয়ে_১৭৪_জনের_মর্মান্তিক_মৃত্যু
ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচে মারামারির জের ধরে ভিড়ের চাপে ও পায়ের নীচে পিষ্ট হওয়ার ঘটনায় ১৭৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ১৮০ জন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
অক্টোবর ০২, ২০২২ ০৮:৫১ Asia/Dhaka

ইন্দোনেশিয়ায় একটি ফুটবল ম্যাচে মারামারির জের ধরে ভিড়ের চাপে ও পায়ের নীচে পিষ্ট হওয়ার ঘটনায় ১৭৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো প্রায় ১৮০ জন।

পূর্ব জাভা প্রদেশে শনিবার রাতের ফুটবল ম্যাচটিতে স্বাগতিক দল পরাজিত হওয়ার পর এটির সমর্থকরা মাঠে নেমে আসলে সংঘর্ষের সূত্রপাত হয়। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় মালাং শহরে ফুটবল খেলায় হারজিত নিয়ে এ সংঘর্ষ হয়।

মালাং স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। দুই দশকের বেশি সময়ের মধ্যে পেরসেবায়ার কাছে এই প্রথম কোনো ম্যাচে হারল আরেমা।

খেলা শেষ হওয়ার আগ মুহূর্তে আরেমা দলের সমর্থকরা মাঠে নেমে আসার পর তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এর ফলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে এবং এক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কিছু মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং নিরীহ লোকজন প্রাণভয়ে দিগ্বিদিগ ছুটতে থাকে। এ সময় ভিড়ের চাপে বহু মানুষ মাটিতে পড়ে যায় এবং তারা আর উঠে দাঁড়াতে পারেনি। এ ঘটনার জন্য ক্ষমা চেয়ে ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।