দোনবাস এলাকায় বিপুল সেনা জড়ো করেছে ইউক্রেন
https://parstoday.ir/bn/news/world-i114280-দোনবাস_এলাকায়_বিপুল_সেনা_জড়ো_করেছে_ইউক্রেন
রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস এলাকায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার লক্ষ্য নিয়ে সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে ইউক্রেন। দোনবাসে মস্কোর শীর্ষ প্রতিনিধি রোদিওন মিরোশনিক এ কথা জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৯, ২০২২ ১৭:১০ Asia/Dhaka
  • ইউক্রেনের সেনা
    ইউক্রেনের সেনা

রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস এলাকায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার লক্ষ্য নিয়ে সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে ইউক্রেন। দোনবাসে মস্কোর শীর্ষ প্রতিনিধি রোদিওন মিরোশনিক এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, দোনবাস সীমান্তে কিয়েভ সরকার অন্তত ৪০ হাজার সেনা মোতায়েন করেছে।

তিনি এক অনুষ্ঠানে জানান, বিপুল পরিমাণ সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে কিয়েভ। দোনবাসে হামলার মাধ্যমে ওই অঞ্চল পুনরুদ্ধারে সফল হওয়ার চেষ্টা করছে ইউক্রেনের সেনারা।

তিনি জানান, ইউক্রেনের সেনারা লুহানস্ক প্রজাতন্ত্রের উত্তর এবং উত্তর-পশ্চিমে জড়ো হচ্ছে। এছাড়া, দোনেস্ক প্রজাতন্ত্রের ক্রাসনি লিমান শহরের আশপাশে সেনাদের জড়ো করা হয়েছে। ওই এলাকা থেকে এক সপ্তাহ আগে রাশিয়ার সেনাদেরকে প্রত্যাহার করা হয়।

গত সপ্তাহে দোনেস্ক, লুহানস্ক, খেরসন এবং যাপোরিযিয়া অঞ্চল চারটি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো এই গণভোটের ফলাফলকে মেনে নেয়নি।#

পার্সটুডে/এসআইবি/৯