নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় কাপ জিতে নিল পাকিস্তান
(last modified Fri, 14 Oct 2022 06:22:54 GMT )
অক্টোবর ১৪, ২০২২ ১২:২২ Asia/Dhaka
  •  নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় কাপ জিতে নিল পাকিস্তান

বিপক্ষে মোহাম্মদ নাওয়াজ ও হায়দার আলির ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান।

আজ (শুক্রবার) ক্রাইস্টচার্চে বাংলাওয়াশ সিরিজের ফাইনাল ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের সংগ্রহ পায় কিউইরা। জবাবে খেলতে নেমে রিজওয়ানের ভালো শুরুর পর মোহাম্মদ নওয়াজ ও হায়দার আলীর ঝড়ো ইনিংসে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে পাকিস্তান।  

চাপের মুহূর্তে নেমে দারুণ ইনিংসে দলকে জিতিয়ে ২২ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন নাওয়াজ। ১৫ বলে ৩১ রানের ইনিংস খেলে যান হায়দার। ১৬৪ রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে বাবর আজম ও রিজওয়ানের ব্যাটে ভালো শুরু পায় পাকিস্তান। ১৪ বলে ১৫ রান করে ব্রেসওয়েলের বলে বাবর আজম ফিরলে রিজওয়ানকে সঙ্গ দেন শান মাসুদ। তিনিও ব্রেসওয়েলের শিকার হন ১৯ রান সংগ্রহ করে। এরপর দলের হাল ধরেন মোহাম্মদ নওয়াজ। অপরপ্রান্তে থাকা রিজওয়ান অবশ্য ফিরে যান ২৯ বলে ৩৪ রান করে।

ব্যাট করতে নামা হায়দার আলী নওয়াজের সঙ্গে ২৬ বলে ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছে নিয়ে যান। ১৫ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলে তিনি বিদায় নিলে বাকি কাজ সম্পন্ন করেন নওয়াজ। ২২ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানি এই ব্যাটার। ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।

ম্যাচ সেরার পুরস্কার হাতে মোহাম্মদ নওয়াজ

এর আগে টস হেরে ব্যাট করতে নামা নিউজিল্যান্ডের ইনিংসেও ছিল দুইরকম ধাপ। উড়ন্ত শুরুতে বড় পুঁজির আভাসই ছিল তাদের। প্রথম ১০ ওভারে তাদের রান ছিল ২ উইকেটে ৮৩। ১৫ ওভার শেষে স্কোর ছিল ৩ উইকেটে ১৩০। শেষ ৫ ওভারে আসেনি যথেষ্ট রান। ডেথ ওভারে পাকিস্তানি পেসাররা চেপে ধরেন তাদের।

দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে-কেইন উইলিয়ামসনের ২৬ বলে ৩৫ ও তৃতীয় উইকেটে উইলিয়ামসন-গ্লেন ফিলিপসের ৩৭ বলে ৫০ রানের জুটির সময় মনে হচ্ছিল অন্তত ১৮০ রানের দিকে যাবে স্বাগতিকরা। তবে উইলিয়ামসন ৩৮ বলে ৫৯ করার পর ফিলিপস, চ্যাপম্যানরা থিতু হয়েও খেলতে পারেননি বড় ইনিংস। প্রত্যাশার চেয়েও তাই অন্তত ২০ রান কম আসে কিউইদের বোর্ডে যা নিয়ে লড়াই করা গেলেও জেতা যায়নি ম্যাচ।

পাকিস্তানের হয়ে ২২ রান খরচায় ২ উইকেট নেন রউফ। জোড়া উইকেট পান নাসিম শাহও। একটি করে উইকেট পান নওয়াজ ও শাদাব খান।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।