ইতালির রাজধানী রোমে ন্যাটো-বিরোধী বিক্ষোভ
(last modified Tue, 18 Oct 2022 10:14:48 GMT )
অক্টোবর ১৮, ২০২২ ১৬:১৪ Asia/Dhaka
  • ইতালিতে ন্যাটো-বিরোধী বিক্ষোভ
    ইতালিতে ন্যাটো-বিরোধী বিক্ষোভ

ইতালির রাজধানী রোমে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিরুদ্ধে বিরাট বিক্ষোভ মিছিল হয়েছে। দেশটিতে যখন জ্বালানিপণ্যের দাম এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে চলেছে তখন এই বিক্ষোভ হলো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইতালিসহ ইউরোপের বেশিরভাগ দেশে জ্বালানি পণ্য এবং জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বেড়ে গেছে। এর প্রতিবাদে ইতালির সবচেয়ে বড় শ্রমিক সংগঠন ইউএসবি গতকাল রোমে ন্যাটো-বিরোধী বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলে জড়ো হওয়া লোকজনের অনেকেই গ্যাস বিদ্যুতের বিলের কাগজ পোড়ায় এবং ন্যাটো থেকে ইতালি বেরিয়ে আসার দাবিতে স্লোগান দেয়। পাশাপাশি তারা ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানায়। 

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান চালানোর পর আমেরিকা এবং ন্যাটোভুক্ত দেশগুলো প্রায় সাড়ে ছয় হাজার নিষেধাজ্ঞা দিয়েছে যার কারণে ইউরোপের অনেক দেশ রাশিয়ার কাছ থেকে তেল-গ্যাস কিনতে পারছে না। এতে স্বাভাবিকভাবেই ইউরোপের দেশগুলোতে জালানি সংকট দেখা দিয়েছে এবং মূল্য বেড়েছে বহু গুণ। আসন্ন শীতে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করা হচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ