দক্ষিণ কোরিয়ার সীমান্তে শত শত গোলাবর্ষণ করছে উত্তর কোরিয়া
(last modified Wed, 19 Oct 2022 05:53:26 GMT )
অক্টোবর ১৯, ২০২২ ১১:৫৩ Asia/Dhaka
  • দক্ষিণ কোরিয়ার সীমান্তে শত শত গোলাবর্ষণ করছে উত্তর কোরিয়া

দক্ষিণ কোরিয়ার পূর্ব ও পশ্চিম উপকূল লক্ষ্য করে উত্তর কোরিয়া কামানের গোলাবর্ষণ করে যাচ্ছে বলে অভিযোগ করেছে সিউল। দক্ষিণ কোরিয়া অবিলম্বে গোলাবর্ষণ বন্ধ করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ আজ (বুধবার) সকালে এক বিবৃতিতে বলেছে, পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে প্রায় ১৫০ গোলা এবং পশ্চিম উপকূলে প্রায় ১০০ গোলা নিক্ষেপ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গোলাগুলো দক্ষিণ কোরিয়ার পানিসীমার মধ্যে না পড়লেও সীমানার কাছাকাছি বাফার জোনে পতিত হয়েছে। ২০১৮ সালে দুই কোরিয়ার মধ্যে এক চুক্তি অনুযায়ী যেকোনো সংঘাত এড়াতে ওই বাফার জোন সৃষ্টি করা হয়েছিল।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, “আমরা উত্তর কোরিয়াকে অবিলম্বে গোলাবর্ষণ বন্ধ করার জোরালো আহ্বান জানাচ্ছি।” বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার সাম্প্রতিক তৎপরতা কোরীয় উপদ্বীপের শান্তি ও নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক সমাজের নিরাপত্তাও বিপন্ন করে তুলেছে।

তবে দক্ষিণ কোরিয়া বুধবার গোলাবর্ষণের যে অভিযোগ করেছে তা এখনও নিশ্চিত করেনি উত্তর কোরিয়া।

এর আগে সোমবার কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও মার্কিন সেনাদের যৌথ মহড়া শুরু হয়।উত্তর কোরিয়া ওই মহড়ার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেছে, পিয়ং ইয়ং এর ওপর হামলার প্রস্তুতি হিসেবে এ মহড়া চালানো হচ্ছে। দক্ষিণ কোরিয়া এর আগে গত সপ্তাহেও একই ধরনের অভিযোগ করে বলেছিল, উত্তর কোরিয়া বাফার জোন শত শত গোলা নিক্ষেপ করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।