৬ সপ্তাহের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস
-
লিজ ট্রাস
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার দেড় মাসের মাথায় পদত্যাগের ঘোষণা দিলেন কনজারভেটিভ পার্টির নেতা লিজ ট্রাস। লন্ডনের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
এ সময় তিনি বলেন, নির্বাচনের সময় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতে পারেননি। ইতোমধ্যে দলের প্রতি বিশ্বাসও হারিয়েছেন তিনি।
লিজ ট্রাস আরও বলেন, 'আমি স্বীকার করছি এ পরিস্থিতিতে আমি কনজারভেটিভ পার্টির নির্বাচনী প্রতিশ্রুতি রাখতে পারি না। তাই আমি রাজা চার্লসের সঙ্গে কথা বলেছি এবং তাকে জানিয়েছি যে কনজারভেটিভ পার্টির নেতা হিসেবে আমি পদত্যাগ করছি।'
অনেক আশা-ভরসা নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পদে এসেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান পদত্যাগ করায় ট্রাসের প্রধানমন্ত্রীত্ব উড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এর আগে, অর্থমন্ত্রী কোয়াসি কোয়ারটেংকে মাত্র ৩৮ দিনের মাথায় বরখাস্ত করতে বাধ্য হন লিজ। সপ্তাহের ব্যবধানে ২ বিশ্বস্ত মন্ত্রীকে হারিয়ে বিপাকে পড়ে যান তিনি।
লিজ ট্রাস নিজেকে কট্টর ইহুদিবাদী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করেন।
চলতি মাসেই তিনি গর্বের সঙ্গে বলেছিলেন, আমি একজন কট্টর ইহুদিবাদী। বার্মিংহামে ইহুদিবাদীদের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 'আপনারা জানেন আমি একজন বিশাল ইহুদিবাদী। আমি ইসরাইলের একজন কট্টর সমর্থক এবং আমি জানি যে আমরা যুক্তরাজ্য-ইসরাইল সম্পর্ককে শক্তিশালী থেকে আরও শক্তিশালী করতে পারি।'
ইসরাইল গোটা বিশ্বেই দখলদার হিসেবে পরিচিত। একইসঙ্গে ইহুদিবাদীরা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের ওপর হত্যা-নির্যাতন চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/এসএ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।