তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করবেই চীন: মুখপাত্রের প্রত্যয়
https://parstoday.ir/bn/news/world-i115024-তাইওয়ানকে_মূল_ভূখণ্ডের_সঙ্গে_একীভূত_করবেই_চীন_মুখপাত্রের_প্রত্যয়
চীন বলেছে, দেশটি নিজের ‘পরিপূর্ণ একীভূতকরণের’ লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। নিজের একীভূতকরণের মাধ্যমে বেইজিং সাধারণত তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার কথা বুঝিয়ে থাকে। চীনের ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেস প্রেসিডেন্ট শি জিনপিংকে আরো পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেয়ার পর বুধবার এ ঘোষণা দিল বেইজিং।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৭, ২০২২ ১৪:১৩ Asia/Dhaka
  • গত সপ্তাহে ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেসে ভাষণ দেন প্রেসিডেন্ট শি জিনপিং
    গত সপ্তাহে ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেসে ভাষণ দেন প্রেসিডেন্ট শি জিনপিং

চীন বলেছে, দেশটি নিজের ‘পরিপূর্ণ একীভূতকরণের’ লক্ষ্যে ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে। নিজের একীভূতকরণের মাধ্যমে বেইজিং সাধারণত তাইওয়ানকে চীনের মূল ভূখণ্ডে একীভূত করার কথা বুঝিয়ে থাকে। চীনের ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেস প্রেসিডেন্ট শি জিনপিংকে আরো পাঁচ বছর মেয়াদে ক্ষমতায় থাকার ম্যান্ডেট দেয়ার পর বুধবার এ ঘোষণা দিল বেইজিং।

চীনের তাইওয়ান বিষয়ক মুখপাত্র মা শিয়াওগুং বেইজিং-এ বলেন, চীন অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে একীভূতকরণের দিকে বেশি ঝুঁকে পড়েছে এবং বিষয়টির গুরুত্ব ও তাৎপর্য অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি উপলব্ধি করছে। এ কাজ করতে চীন এখন অনেক বেশি প্রত্যয়ী ও সক্ষম বলেও তিনি ঘোষণা করেন।

চীনা এই মুখপাত্রের বক্তব্যে গত ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসে শি জিনপিংয়ের দেয়া ভাষণ সম্পর্কে উত্থাপিত একটি প্রশ্নের জবাব রয়েছে। ওই ভাষণে চীনা কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক শি বলেন, ইতিহাসের চাকা আরেকবার চীন ও তাইওয়ানের পুনর্মিলনের দিকে অগ্রসর হচ্ছে। 

না প্রেসিডেন্ট আরো বলেন, তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক প্রচেষ্টা এবং বিদেশিদের হস্তক্ষেপমূলক আচরণ সত্ত্বেও চীন নিজের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করবে। তিনি আরো বলেন, “আমাদের দেশের পরিপূর্ণ একীভূতকরণকে উপলব্ধি করতে হবে এবং তা উপলব্ধি করা ছাড়া অন্য কোনো উপায় নেই।”#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।