বিভিন্ন দেশে মোতায়েন পরমাণু অস্ত্র দেশে ফেরত নিন: ‌আমেরিকাকে রুশ রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/world-i115150-বিভিন্ন_দেশে_মোতায়েন_পরমাণু_অস্ত্র_দেশে_ফেরত_নিন_আমেরিকাকে_রুশ_রাষ্ট্রদূত
বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যেসব পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলোকে মার্কিন সরকারের নিজে দেশে ফেরত নেয়া উচিত। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তনভ একথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৯, ২০২২ ২১:১৮ Asia/Dhaka
  • মার্কিন বি৬১-১২ পরমাণু বোমা
    মার্কিন বি৬১-১২ পরমাণু বোমা

বিশ্বের বিভিন্ন দেশে আমেরিকা যেসব পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে সেগুলোকে মার্কিন সরকারের নিজে দেশে ফেরত নেয়া উচিত। আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তনভ একথা বলেছেন।

তিনি আরো বলেন, রাশিয়ার হাতে যত পরমাণু অস্ত্র তার সবই দেশের অভ্যন্তরে এবং সেগুলো আমেরিকার জন্য ঝুঁকি তৈরি করেনি।

মার্কিন গণমাধ্যম পলিটিকোয় গত বুধবার একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে যাতে বলা হয়েছে- ইউরোপে ন্যাটো বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে আমেরিকা পরমাণু বোমা মোতায়েন ত্বরান্বিত করার পরিকল্পনা নিয়েছে। এই নিবন্ধের জবাবে রুশ রাষ্ট্রদূত এসব কথা বলেছেন।

রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্তনভ Image Caption

 

মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এ নিবন্ধে বলা হয়েছে, ২০২৩ সালের বসন্তের পরিবর্তে আগামী ডিসেম্বরের মধ্যে ইউরোপের দেশগুলোতে আরো নিখুঁত পরমাণু বোমা পৌঁছে দেয়া হবে। আমেরিকা এর আগে তার পরমাণু অস্ত্র উন্নয়নের জন্য এক হাজার কোটি ডলার খরচ করেছে। এরমধ্যে জার্মানি, ইতালি, বেলজিয়াম, নেদারল্যান্ড এবং তুরস্কে মোতায়েন ১০০ পরমাণু বোমা রয়েছে।

আমেরিকায় রাশিয়ার দূতাবাস থেকে প্রকাশিত এক বিবৃতিতে অ্যান্তোনভ বলেছেন, ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন বি৬১-১২ বোমাকে ট্যাকটিক্যাল বলে থাকে; পাশাপাশি একথাও বলে যে, রাশিয়ার হাতে থাকা একই শ্রেণীর পরমাণু বোমা আমেরিকার বোমার চেয়ে কয়েকগুন বড়। কিন্তু তারা এই কথা বলে না যে, রাশিয়ার সমস্ত কৌশলগত পরমাণু অস্ত্র তার নিজস্ব ভাণ্ডারে এবং সীমানার মধ্যে অবস্থান করছে এবং সেগুলো আমেরিকার জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেনি।

অন্যদিকে, ইউরোপের বিভিন্ন দেশে আমেরিকা তার পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখছে যেখান থেকে খুবই অল্প সময়ের ভেতরে এসব পরমাণু অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে আঘাত হানতে পারে।#

পার্সটুডে/এসআইবি/২৯