'কূটনীতিকদের কেনার প্রচেষ্টা'; ডাচ রাষ্ট্রদূতকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
https://parstoday.ir/bn/news/world-i115252
পশ্চিমা দেশগুলো নেদারল্যান্ডে নিযুক্ত রুশ কূটনীতিকদের অর্থের বিনিময়ে কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দিনশেষে এক বিবৃতিতে বলেছে, হেগে নিযুক্ত রাশিয়ার কূটনীতিকদের প্রলোভন দেখানোর অভিযোগে মস্কোয় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত গিলিস প্লাগকে তলব করা হয়েছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
নভেম্বর ০১, ২০২২ ০৮:৫৬ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

পশ্চিমা দেশগুলো নেদারল্যান্ডে নিযুক্ত রুশ কূটনীতিকদের অর্থের বিনিময়ে কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার দিনশেষে এক বিবৃতিতে বলেছে, হেগে নিযুক্ত রাশিয়ার কূটনীতিকদের প্রলোভন দেখানোর অভিযোগে মস্কোয় নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত গিলিস প্লাগকে তলব করা হয়েছে।

ওই মন্ত্রণালয় বলেছে, একটি ব্রিটিশ গোয়েন্দা সংস্থার একজন প্রতিনিধি গত ২০ অক্টোবর হেগে নিযুক্ত রুশ সামরিক অ্যাটাশেকে তাদের হয়ে কাজ করার জন্য ‘নিয়োগ’ দেয়ার চেষ্টা চালান। বিবৃতিতে বলা হয়, এ ধরনের উস্কানিমূলক তৎপরতা অগ্রহণযোগ্য এবং তা বহির্বিশ্বে রাশিয়ার স্বাভাবিক কাজকর্মকে ব্যাহত করে।

বিগত কয়েক বছরে হেগে নিযুক্ত রুশ কূটনীতিকদের সঙ্গে আরো কয়েকবার এ ধরনের আচরণ করা হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালের ডিসেম্বরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর একাধিক প্রতিনিধি হেগের একটি পার্কে একজন রুশ রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করে একই ধরনের প্রস্তাব দিয়েছিল।পরের বছরের ডিসেম্বরে অ্যামস্টার্ডামের স্কিফোল বিমানবন্দরে আরেকজন রুশ কূটনীতিককে সিআইএর সঙ্গে সহযোগিতা করতে উৎসাহিত করে একদল সিআইএ এজেন্ট। এ ধরনের ‘অবৈধ তৎপরতায়’ অংশগ্রহণ করার জন্য নেদারল্যান্ডের তীব্র সমালোচনা করেছে রাশিয়া।তবে রাশিয়ার এসব অভিযোগের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।