ইউক্রেন অভিমুখী সমস্ত জাহাজে তল্লাশী চালাবে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i115256-ইউক্রেন_অভিমুখী_সমস্ত_জাহাজে_তল্লাশী_চালাবে_রাশিয়া
জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে এবং এই কারণে মস্কো অনির্দিষ্টকালের জন্য শস্য রপ্তানি বিষয়ক চুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছে। গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০১, ২০২২ ১৩:০৩ Asia/Dhaka
  • জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া
    জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌবহরে হামলা চালিয়ে ইউক্রেন মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তি লঙ্ঘন করেছে এবং এই কারণে মস্কো অনির্দিষ্টকালের জন্য শস্য রপ্তানি বিষয়ক চুক্তি স্থগিত করতে বাধ্য হয়েছে। গতকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন।

নেবেনজিয়া বলেন, তুরস্কে অবস্থিত কোঅর্ডিনেশন সেন্টার যদি একতরফাভাবে ইউক্রেনের জাহাজ ছেড়ে দেয় তাহলেও রাশিয়া সে সমস্ত জাহাজে তল্লাশি চালাবে। তিনি বলেন, ইউক্রেন অভিমুখী সমস্ত জাহাজে রাশিয়া তল্লাশি চালাবে।  

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, ইউক্রেনের ধ্বংসাত্মক তৎপরতা মারাত্মকভাবে ইস্তাম্বুল চুক্তিকে লঙ্ঘন করেছে। প্রকৃতপক্ষে, শস্য রপ্তানির নামে কৃষ্ণ সাগরে মানবিক করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে ইউক্রেন তাকে অন্তর্ঘাতমূলক তৎপরতার জন্য ব্যবহার করেছে।

গত শনিবার ইউক্রেন কৃষ্ণ সাগরে রাশিয়ার নৌ বহরের উপর ড্রোন হামলা চালায়। নেবেনজিয়া নিরাপত্তা পরিষদে মূলত সেই কথাই তুলে ধরেছেন।

তিনি বলেন, “আমরা জানি না পশ্চিমা মদদে ইউক্রেন নতুন করে আবার কোন ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। ফলে কৃষ্ণ সাগরে আমরা কোনো বেসামরিক জাহাজের জন্য নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছি না।#

পার্সটুডে/এসআইবি/১