রাশিয়ার কোস্ত্রোমা শহরে নৈশ ক্লাবে আগুন লেগে নিহত ১৫
(last modified Sat, 05 Nov 2022 12:06:50 GMT )
নভেম্বর ০৫, ২০২২ ১৮:০৬ Asia/Dhaka
  • রাশিয়ার কোস্ত্রোমা শহরে নৈশ ক্লাবে আগুন লেগে নিহত ১৫

রাশিয়ার কোস্ত্রোমা শহরের একটি নৈশ ক্লাবে আগুন লেগে ১৫ জনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার) অঞ্চলটির গভর্নর সের্গেই সিতনিকভ অগ্নিকাণ্ডে নিহত মানুষের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, আগুনের ঘটনায় আরও কয়েক জন আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে আগুন নেভানো হয়।

রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে কোস্ত্রোমার অবস্থান। অঞ্চলটির কৌঁসুলির কার্যালয় এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

ধারণা করা হচ্ছে, ফ্লেয়ারগান ব্যবহারের পর নাইট ক্লাবে আগুন লেগেছে। ফ্লেয়ারগান হচ্ছে একধরনের পিস্তল, যা দিয়ে আগুন বা ধোঁয়া বের হয়।

আগুনের কারণে ভবনের সাড়ে তিন হাজার বর্গকিলোমিটার আয়তনের ছাদ ধসে পড়েছে।

ফ্লেয়ারগান ব্যবহারী ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। একই সঙ্গে ঘটনার তদন্ত চলছে।#

পার্সটুডে/এসএ/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।