পাকিস্তানে সন্ত্রাসী হামলা: ২ পুলিশ কর্মকর্তা নিহত, আহত ৩
https://parstoday.ir/bn/news/world-i115660-পাকিস্তানে_সন্ত্রাসী_হামলা_২_পুলিশ_কর্মকর্তা_নিহত_আহত_৩
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
(last modified 2025-10-11T13:22:26+00:00 )
নভেম্বর ০৯, ২০২২ ১৯:২২ Asia/Dhaka
  • (ফাইল ফটো)
    (ফাইল ফটো)

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান অঞ্চলে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানকে সেদেশের সবচেয়ে অনিরাপদ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। ওই এলাকা পাকিস্তানি তালেবানসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ঘাঁটি।

বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পাকিস্তানি মিডিয়াগুলো আজ (বুধবার) ঘোষণা করেছে যে অজ্ঞাত সন্ত্রাসীরা গতরাতে দক্ষিণ ওয়াজিরিস্তানের রাঘাজি এলাকার একটি পুলিশ স্টেশনে হামলা চালায়। ওই সন্ত্রাসী হামলায় আরও তিন পুলিশ আহত হয়েছে।

পাকিস্তান পুলিশ জানিয়েছে ওই হামলায় সন্ত্রাসীরা একটি অ্যাম্বুলেন্সও পুড়িয়ে দিয়েছে এবং একটি থানা জ্বালিয়ে দিয়েছে।

পাকিস্তানের উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তানসহ বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক মাসগুলোতে অসংখ্য সন্ত্রাসী হামলা হয়েছে।#

পার্সটুডে/এনএম/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।