ট্রাম্প নয় বরং নোবেল শান্তি পুরস্কার পেলেন ভেনিজুয়েলার রাজনীতিবিদ
-
• ভেনিজুয়েলার রাজনীতিবিদ "মারিয়া করিনা মাচাদো"
পার্সটুডে- নোবেল কমিটি ভেনিজুয়েলার রাজনীতিবিদ "মারিয়া কোরিনা মাচাদো"কে এই বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ঘোষণা করেছে।
নোবেল কমিটি শুক্রবার ভেনিজুয়েলার রাজনীতিবিদ এবং দেশটির বিরোধী দলের নেত্রী "মারিয়া কোরিনা মাচাদো"কে এই বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ঘোষণা করেছে। এর আগে, কিছু সংবাদমাধ্যম নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নের বিষয়ে জল্পনা-কল্পনা করেছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট শেষ পর্যন্ত পুরস্কার জিততে ব্যর্থ হন। IRNA-এর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, নরওয়েজিয়ান নোবেল কমিটি মাচাদোকে "ভেনিজুয়েলায় গণতান্ত্রিক আন্দোলন শুরু করার, কারাকাসে বর্তমান সরকারকে প্রতিরোধ করার এবং মানবাধিকার ও নাগরিক স্বাধীনতা রক্ষার জন্য তার অক্লান্ত প্রচেষ্টা" বলে অভিহিত করেছে।
মাচাদোকে নোবেল শান্তি পুরস্কার প্রদানের ঘটনাটি এমন এক সময়ে এলো যখন কিছু নরওয়েজিয়ান কর্মকর্তা ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়ার সম্ভাবনা নিয়ে সাম্প্রতিক দিনগুলোতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। ২০১৮ সাল থেকে বেশ কয়েকবার এই পুরস্কারের জন্য মনোনীত ট্রাম্প বারবার নিজেকে এই পুরস্কারের যোগ্য বলে দাবি করে আসছিলেন এবং সতর্ক করে দিয়েছেন যে তাকে নির্বাচিত না করার অর্থ আমেরিকাকে অপমানজনক করা।#
পার্সটুডে/এমআরএইচ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।