রাশিয়ার যুদ্ধ সক্ষমতার কারণে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুব বেশি না
https://parstoday.ir/bn/news/world-i115990-রাশিয়ার_যুদ্ধ_সক্ষমতার_কারণে_ইউক্রেনের_বিজয়ের_সম্ভাবনা_খুব_বেশি_না
মার্কিন জয়েন্টস চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, রাশিয়ার হাতে এখনো উল্লেখযোগ্য মাত্রায় সামরিক সক্ষমতা থাকার কারণে অল্প সময়ের মধ্যে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুব একটা নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ১৭, ২০২২ ১৪:১৬ Asia/Dhaka
  • জেনারেল মার্ক মিলি
    জেনারেল মার্ক মিলি

মার্কিন জয়েন্টস চিফস অব স্টাফসের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন, রাশিয়ার হাতে এখনো উল্লেখযোগ্য মাত্রায় সামরিক সক্ষমতা থাকার কারণে অল্প সময়ের মধ্যে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা খুব একটা নেই।

তিনি বলেন, ক্রিমিয়াসহ ইউক্রেনের দখল করা বিভিন্ন অঞ্চল থেকে রাশিয়াকে তাড়িয়ে দিয়ে তাদের বিরুদ্ধে বিজয় অর্জন ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষে খুব শিগগিরই সম্ভব হবে না।

গতকাল বুধবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে জেনারেল মার্ক মিলি এই মন্তব্য করেন।গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আমেরিকারসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে অত্যন্ত উন্নত অস্ত্রশস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করে যাচ্ছে। রাশিয়া এসব অস্ত্র সরবরাহের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে কোনো লাভ হবে না, শুধুমাত্র সংকটের রাজনৈতিক সমাধানের সম্ভাবনা নস্যাৎ হবে।

গতকালের (সোমবার) সংবাদ সম্মেলনে জেনারেল মার্ক মিলি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বিজয়ের সম্ভাবনা কম বলে মন্তব্য করলেও তিনি কিয়েভকে আশ্বস্ত করেন যে, যতক্ষণ প্রয়োজন ইউক্রেনের রক্ষায় ওয়াশিংটন সমর্থন দিয়ে যাবে।এ সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও একই ধরনের বক্তব্য রাখেন।রাশিয়ার সামরিক অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত আমেরিকা কিয়েভকে সাড়ে ৮০০ কোটি ডলারের অস্ত্র দিয়েছে।

এছাড়া, ইউরোপীয় ইউনিয়নও শত শত কোটি ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।