বেলজিয়ামের বিপক্ষে মরক্কোর দাপুটে জয়: বিশ্বকাপে আরেক অঘটন
https://parstoday.ir/bn/news/world-i116466-বেলজিয়ামের_বিপক্ষে_মরক্কোর_দাপুটে_জয়_বিশ্বকাপে_আরেক_অঘটন
ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে ২-০ গোলে হারাল ২২ নম্বরের আফ্রিকার দেশ মরক্কো। আর তাতেই বিশ্বকাপের নক আউট পর্বে খেলার সম্ভাবনা বেড়ে গেল মরক্কোর। আগের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে সমান তালে লড়াই করে গোলশূন্য ড্র করেছিল মরক্কো।
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
নভেম্বর ২৭, ২০২২ ২১:০৯ Asia/Dhaka
  • বেলজিয়ামের বিপক্ষে মরক্কোর দাপুটে জয়: বিশ্বকাপে আরেক অঘটন

ফিফা র‍্যাঙ্কিংয়ের দুই নম্বর দল বেলজিয়ামকে ২-০ গোলে হারাল ২২ নম্বরের আফ্রিকার দেশ মরক্কো। আর তাতেই বিশ্বকাপের নক আউট পর্বে খেলার সম্ভাবনা বেড়ে গেল মরক্কোর। আগের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে সমান তালে লড়াই করে গোলশূন্য ড্র করেছিল মরক্কো।

বেলজিয়ামের সঙ্গে দ্বিতীয়ার্ধে চমক দেখায় ওয়ালিদ রেগ্রাগুইয়ের শিষ্যরা। ৭৩তম মিনিটে ফ্রি-কিক থেকে প্রথম গোলটি করেন আব্দেলহামিদ সাবিরি। এরপর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯০+২) হাকিম জিয়েশের অ্যাসিস্টে জাকারিয়া আবুখালাল করেন দ্বিতীয় গোল।

নিজেদের ষষ্ঠ বিশ্বকাপে এটি মরক্কোর মাত্র তৃতীয় জয়। এর আগে ১৯৮৬ তে পর্তুগাল এবং ১৯৯৮ সালের আসরে স্কটল্যান্ডকে হারিয়েছিল তারা।

দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে শীর্ষে উঠে এলো মরক্কো। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বেলজিয়াম। আজ রাতে গ্রুপের অন্য ম্যাচে ক্রোয়েশিয়া মোকাবিলা করবে কানাডার। 

এর আগে আহমদ বিন আলী স্টেডিয়ামে কাতার বিশ্বকাপের 'ই' গ্রুপের ম্যাচে জাপানকে ১-০ গোলে হারিয়েছে কোস্টারিকা। বল দখল থেকে শুরু করে আক্রমণ গড়া সবক্ষেত্রে জাপান এগিয়ে থাকলেও হার নিয়ে মাঠ ছাড়তে হলো তাদের। জানপ্রাণ দিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত ডিফেন্স করল কোস্টারিকা, এদিকে আপ্রাণ চেষ্টা করেও গোল শোধ করতে পারল না এশিয়ান প্রতিনিধিরা। স্পেন, জাপান, কোস্টারিকা- তিন দলেরই এখন সমান ৩ পয়েন্ট। আজ রাতে যদি জার্মানি স্পেনকে হারিয়ে দেয় তাহলে গ্রুপ জমে একেবারে ক্ষীর হয়ে যাবে।

কোস্টারিকার পক্ষে জয়সূচক গোলটি করেন ডিফেন্ডার কেইশার ফুলার। পুরো ম্যাচে আর জাপানের গোলমুখে আর একটি শটও নিতে পারেনি কোস্টারিকা। মজার ব্যাপার হলো, চলতি আসরে দুই ম্যাচ মিলিয়ে কোস্টারিকা এই একটি শটই নিতে পেরেছে প্রতিপক্ষের গোলমুখে।

জাপানকে দুর্ভাগা বলতেই হবে। ৫৭ শতাংশ বল দখলে রেখে ১৩টি শট নেয় দলটি। তিনটি ছিল লক্ষ্যে। তিনটি শটই ঠেকিয়ে দিয়েছেন কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।