বাঁচা-মরার ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে নকআউটে দক্ষিণ কোরিয়া
(last modified Fri, 02 Dec 2022 17:29:51 GMT )
ডিসেম্বর ০২, ২০২২ ২৩:২৯ Asia/Dhaka
  • শেষ মুহূর্তের গোলে নাটকীয়ভাবে নকআউট পর্বে দক্ষিণ কোরিয়া
    শেষ মুহূর্তের গোলে নাটকীয়ভাবে নকআউট পর্বে দক্ষিণ কোরিয়া

ফিফা ফুটবল বিশ্বকাপের ‘এইচ’ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েছে কোরিয়া। একই সময়ে শুরু আরেক ম্যাচে ঘানাকে ২-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। কোরিয়া ও উরুগুয়ের পয়েন্ট সমান, গোল পার্থক্যও সমান। তবে বেশি গোল করায় গ্রুপ রানার্সআপ হিসেবে নকআউটের টিকেট পেল কোরিয়া। ঘানার সঙ্গে বিদায় নিল উরুগুয়েও। আজকের ম্যাচ হারলেও ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।

ম্যাচের শুরুর পাঁচ মিনিটেই গোল হজম করে দক্ষিণ কোরিয়া। রিকার্ডো হর্তার গোলে লিড নেয় পর্তুগাল। তবে ম্যাচের ২৮ মিনিটে সেউং-গিউ-এর গোলে ম্যাচে সমতায় আনে দক্ষিণ কোরিয়া। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-১ গোলের সমতায় থেকে বিরতিতে যায় দু'দল।  

বিরতির পর পুরো ম্যাচজুড়ে দুই দল একের পর এক আক্রমণের বান বইয়ে দেন। কিন্তু গোল যেন ধরা দিয়েও দিচ্ছিল না। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে মনে হচ্ছিল আর একটা গোল দিতে না পারার আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হবে দক্ষিণ কোরিয়াকে। কিন্তু যোগ করা সময়ে প্রতি আক্রমণ থেকে সন হিউং-মিনের বানানো বল থেকে দারুণ এক গোল দিয়ে দেন হাং হি-চান। অন্য ম্যাচে ঘানার জালে উরুগুয়ে আর এক গোল দিলে কান্নায় ভেঙে পড়তে হতো তাদের। শেষ পর্যন্ত তা না হওয়ায় উৎসবে মাতে তারা তবে শেষ দিকে খেলার বাড়তি সময়ের (৯০+১) গোলে জয় তুলে নেয় দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায় নিশ্চিত হওয়ায় কান্নায় ভেঙে পড়েন লুইস সুয়ারেজ

এদিকে, ঘানার বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জিতেও শেষ ষোলো নিশ্চিত করতে পারেনি লুইস সুয়ারেজের উরুগুয়ে। এই সময় মাঠেই আক্ষেপের কান্নায় ভেঙে পড়েন উরুগুয়ের ফুটবলাররা।

আল জানোব স্টেডিয়ামে এদিন প্রথমার্ধ শেষে উরুগুয়ে ২-০ গোল ব্যবধানের লিড নিয়ে ফেলে। অথচ এই ম্যাচে কিনা লিড আগে নিতে পারতো ঘানাইয়ানরা। শুরু থেকে উরুগুয়ের ডিফেন্সে একের পর এক আক্রমণও ছিল ঘানার পক্ষেই। ম্যাচের ১৭তম মিনিটে পেনাল্টিও পেয়ে যায় দলটি।

সেখানে অবশ্য কিছুটা বিতর্ক ছিল। রেফারি ঘানার ফুটবলার আন্দ্রে আইয়ুর বিরুদ্ধে অফসাইডের বাঁশি বাজায়। সেখানে আচমকা ধরা পড়ে ঘানার ফুটবলার কুদুসকে ফাউল করেছে উরুগুয়ের গোলরক্ষক রচেট। পরবর্তী ভিএআর প্রযুক্তিতে পেনাল্টি দেওয়া হয় ঘানাকে। কিন্তু স্পট কিক থেকে সহজ গোলের সুযোগ মিস করেছে ঘানার অধিনায়ক আইয়ু।

ঘানা পেনাল্টি মিস করার পরই বদলে যায় উরুগুয়ে। ৬ মিনিটের ব্যবধানে দুই গোল তুলে নেয় লাতিন আমেরিকার দলটি। লে সেলেস্তেদের পক্ষে দুটি গোলই করেন মিডফিল্ডার জর্জিয়ান দি আররাসসেইটা। প্রথম গোলটি অবশ্য সহজ সুযোগই ছিল তবে দ্বিতীয় গোলটি ছিল দারুণ দর্শনীয়। ম্যাচের ৩২তম মিনিটে লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়িয়েছেন আররাসসেইটা।

প্রথম গোলেও অবদান ছিল সুয়ারেজের। এই উরুগুইয়ান অধিনায়কের শট ঘানার গোলরক্ষক ফিরিয়ে দিলে ফিরতে বল হেডে জালে জড়ান এই মিডফিল্ডার।

প্রথমার্ধে এগিয়ে থাকা উরুগুইয়ানরা শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেছে কিন্তু দুঃখজনকভাবে আর গোল আদায় করতে পারেনি। বিশেষ করে উরুগুয়ের ম্যাচটি শেষ হওয়ার আগে কোরিয়া ম্যাচের ফলাফল নিশ্চিত হয়ে যায়। তখন দুই দলের সবকিছুই সমান হয়ে যায়। শেষ ১০ মিনিটে যদি উরুগুইয়ানরা আর কেবল ১টি গোল দিতে পারতেন তবে নিশ্চিতভাবে পরের রাউন্ডে জায়গা করে নিতে পারতেন। কিন্তু দুঃখজনকভাবে তারা সেটি পারেনি। ঘানার ফুটবলার যেন চীনের মহাপ্রাচীর হয়ে যান উরুগুইয়ান ফুটবলারদের সামনে। আর কোনো গোল না পাওয়ায় বিশ্বকাপের মঞ্চে নিজের শেষ ম্যাচ খেলে কান্না করতে করতে বিদায় নেন সুয়ারেজ, এডিনসন কাভানিরা।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২

ট্যাগ