ডিসেম্বর ১৯, ২০২২ ১৫:১৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ডিসেম্বর সোমবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আমরা বিশ্বচ্যাম্পিয়ন, আর কোনো কথা নেই: আর্জেন্টাইন প্রেসিডেন্ট- যুগান্তর 
  • কোর্টের রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধনের সিদ্ধান্ত: ইসি আলমগীর- মানবজমিন
  • প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ২৯ বিশিষ্ট নাগরিকের-প্রথম আলো
  • বিশ্বকাপে লোড শেডিং হয়নি, বললেন সেতুমন্ত্রী -কালের কণ্ঠ
  • রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ২৭ দফা রূপরেখা ঘোষণা : পররাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন 

ভারতের শিরোনাম:

  • দিল্লিতেই জিজ্ঞাসাবাদ কেষ্টকে? ইডির আবেদনে সায় দিল রাউস অ্যাভিনিউ কোর্ট -আনন্দবাজার পত্রিকা
  • দুর্নীতি, খারাপ রাস্তা, আর দূষণই ভারতের বাস্তব, ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির মন্তব্যে বিতর্ক-সংবাদ প্রতিদিন
  • আলোচনা একগুচ্ছ বিষয়ে! দিল্লিতে বৈঠকে বসছে বিজেপি -আজকাল

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ২৯ বিশিষ্ট নাগরিকের-প্রথম আলো

বছরের শেষ সময় এসে আকস্মিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন দেশের ২৯ জন বিশিষ্ট নাগরিক। তাঁরা বলেন, এই বৃত্তি পরীক্ষার কার্যক্রমে বৈষম্য আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া পরীক্ষা চালুর মাধ্যমে কোচিং বাণিজ্য ও গাইড বইয়ের দৌরাত্ম্য বাড়ারও আশঙ্কা রয়েছে।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা এই দাবি জানিয়েছেন।

জানা যায়, গত ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় আকস্মিকভাবেই এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়; যদিও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বছরের শেষে হঠাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া একদিকে শিক্ষার্থীদের জন্য যেমন ক্ষতিকর বিষয় হবে, তেমনি নতুন শিক্ষাক্রমের আলোকে ভবিষ্যৎ শিক্ষা সংস্কারের জন্যও নেতিবাচক হবে।

বিশ্বকাপে লোড শেডিং হয়নি, বললেন সেতুমন্ত্রী -কালের কণ্ঠ

বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত দেশে লোড শেডিং হয়নি বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কেউ বলতে পারবে না এ সময়ে লোড শেডিং হয়েছে। সবচেয়ে বেশি সংকটের সময় দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন শেখ হাসিনা। দারুণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছেন।

আজ সোমবার (১৯ ডিসেম্বর) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবক উপকমিটি এবং মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির যৌথ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন।

ওবায়দুল কাদের বলেন, মানুষের চিন্তা-চেতনার সঙ্গে সংগতি রেখে পথ চলতে হবে। মানুষ কী চাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম কাজ মানুষকে রক্ষা করা। সংকটকে সম্ভবনায় রূপ দিয়েছেন করোনায়। এখনও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করেছে।

কোর্টের রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধনের সিদ্ধান্ত: ইসি আলমগীর- মানবজমিন

কোর্টের রায় দেখে ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন মো. আলমগীর। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মো. আলমগীর বলেন, আদালতের রায়

অফিসিয়ালি পেলে কমিশন বসে সিদ্ধান্ত নেবে। সকল সিদ্ধান্ত কোর্টের আদেশ দেখে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধন দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, রায় মানতে পারি অথবা আমরা আপিল করতে পারি। আমরা রিভিউ আবেদন দেখতে পারি। আদালতের আদেশ না দেখে সিদ্ধান্ত নেয়া যাবে না। আইন যেভাবে আছে সেইভাবে কাজ করবে। আইনের সিদ্ধান্ত চূড়ান্ত। 

আমরা বিশ্বচ্যাম্পিয়ন, আর কোনো কথা নেই: আর্জেন্টাইন প্রেসিডেন্ট- যুগান্তর 

৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। আর এর পরই আনন্দ-উল্লাসে ফেটে পড়েছে লাতিন আমেরিকান এ দেশটি। অন্যদিকে কাতার বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

রোববার বিশ্বকাপ জয়ের পর টুইটারে দেওয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন। খবর সিনহুয়ার। টুইটারে দেওয়া ওই বার্তায় প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ বলেন, ‘খেলোয়াড় এবং প্রযুক্তিগত দলকে ধন্যবাদ। তারা এমন উদাহরণ সৃষ্টি করেছে যে, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়, আমাদের মহান মানুষ এবং একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে।’ প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন, যেখানে তাকে তার স্ত্রী ফ্যাবিওলা ইয়ানেজ এবং তার ছেলে ফ্রান্সিসকোর সঙ্গে বিশ্বকাপ জয় উদযাপন করতে দেখা যাচ্ছে।

পরে টুইটারে দেওয়া দ্বিতীয় বার্তায় ফার্নান্দেজ লিখেছেন— ‘সর্বদা একসঙ্গে, সর্বদা ঐক্যবদ্ধ। আমরা বিশ্বচ্যাম্পিয়ন। অন্য কোনো কথা নেই।’

রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ২৭ দফা রূপরেখা ঘোষণা : পররাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন 

রাষ্ট্র কাঠামো মেরামতে ২৭ দফা রূপরেখা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই ২৭ দফা রূপরেখা ঘোষণা করেন।

রাষ্ট্র কাঠামো মেরামতের সংক্ষিপ্ত রূপরেখা:

১. একটি “সংবিধান সংস্কার কমিশন” গঠন করে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার কর্তৃক গৃহীত সকল অযৌক্তিক, বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনসমূহ রহিত/সংশোধন করা হবে।

২. প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক “Rainbow Nation” প্রতিষ্ঠা করা হবে। এ জন্য একটি “National Reconciliation Commission" গঠন করা হবে।

৩. একটি “নির্বাচনকালীন দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার” ব্যবস্থা প্রবর্তন করা হবে।

৪. রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন করা হবে। 

৫. পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না।

দিল্লিতেই জিজ্ঞাসাবাদ কেষ্টকে? ইডির আবেদনে সায় দিল রাউস অ্যাভিনিউ কোর্ট -আনন্দবাজার পত্রিকা

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে দিল্লিতে এনে জেরা করার অনুমতি পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে গত শনিবার এ নিয়ে ইডির আবেদনের শুনানির পর সোমবার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। আদালত ইডির ওই আর্জি মঞ্জুর করেছে। অর্থাৎ বীরভূমের প্রভাবশালী তৃণমূল নেতা কেষ্টকে দিল্লিতে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রোডাকশন ওয়ারেন্টের অনুমতি পেল ইডি।

গরুপাচার মামলায় বীরভূমের প্রভাবশালী নেতা অনুব্রতকে দীর্ঘদিন ধরেই দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করার কথা আর্জি জানাচ্ছিল ইডি। অন্যদিকে অনুব্রতর আইনজীবী কপিল সিব্বল বার বার সেই দাবির বিরোধিতা করে এসেছেন।

দুর্নীতি, খারাপ রাস্তা, আর দূষণই ভারতের বাস্তব, ইনফোসিস কর্তা নারায়ণমূর্তির মন্তব্যে বিতর্ক-সংবাদ প্রতিদিন

বাস্তব হল ভারত মানে নোংরা, খারাপ রাস্তা, দূষণ এবং দুর্নীতি। না, কোনও বিদেশি নন। উপরের কথাগুলি বলছেন ভারতেরই একজন প্রথম সারির শিল্পপতি। ইনফোসিস (Infosys) কর্তা এন আর নারায়াণমূর্তি। তাঁর আরেকটি পরিচয় অবশ্য আছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের (Rishi Sunak) শ্বশুর তিনি। নারায়ণ মূর্তির এই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠে গিয়েছে নেটদুনিয়ায়।

ঠিক কী বলেছিলেন ইনফোসিস কর্তা? সম্প্রতি একটি তথ্য প্রযুক্তি কলেজের পড়ুয়াদের সেমিনারে গিয়ে ইনফোসিস কর্তা বলেছেন, ভারতে বাস্তবটা হল দুর্নীতি, নোংরা রাস্তা, দূষণ, এবং অনেক সময় বিদ্যুৎহীনতা। অন্যদিকে সিঙ্গাপুরের মতো জায়গায় যদি দেখা যায়, তাহলে দেখা যাবে পরিষ্কার রাস্তা, দূষণ নেই, এবং বিদ্যুতের কোনও ঘাটতি নেই। সুতরাং, আগামী দিনে এই বাস্তবটা বদলানোর দায়িত্ব নিতে হবে পড়ুয়াদেরই।

ট্যাগ