আমেরিকা পরাজিত; অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
https://parstoday.ir/bn/news/world-i116736-আমেরিকা_পরাজিত_অস্ট্রেলিয়াকে_হারিয়ে_কোয়ার্টার_ফাইনালে_আর্জেন্টিনা
কাতার বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে আমেরিকা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ০৪, ২০২২ ১২:১৪ Asia/Dhaka
  • আমেরিকা পরাজিত; অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ ফুটবলে নেদারল্যান্ডসের কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে আসর থেকে বিদায় নিতে বাধ্য হয়েছে আমেরিকা।

গতরাতে কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমেরিকার বিদায় সুনিশ্চিত হয় খেলার ৮১ মিনিটের মাথায় ডাচ তারকা ডেঞ্জেল ডামফ্রিসের গোলে। ম্যাচের শুরুতেই দুই গোলে পিছিয়ে পড়ে আমেরিকা। তবে ৭৬ মিনিটের সময় তারা নেদারল্যান্ডসের জালে বল জড়িয়ে ক্ষণিকের স্বপ্ন দেখেছিল কিন্তু ৮১ মিনিটের সময় নেদারল্যান্ডসের তৃতীয় গোলে ব্যবধান বেড়ে গেলে তাদের সেই স্বপ্ন কর্পূরের মত উড়ে যায়। এর মাঝ দিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার তাদের স্বপ্ন ধূলিসাৎ হয়। অন্যদিকে আট বছর পর বিশ্বকাপে ফিরে চমৎকার জয় নিয়ে শেষ আটে উঠে যায় ডাচ দল। সেই সাথে স্টেডিয়াম ভর্তি দর্শকরা দেখেছে ছন্দময় ফুটবল।

খেলায় দুই পক্ষই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেছে। তবে শেষ পর্যন্ত নেদারল্যান্ডস দল আমেরিকাকে ৩-১ গোলে হারিয়ে শেষ হাসিটা হেসেছে।

অন্যদিকে, লিওনেল মেসির জাদুকরী নৈপুণ্যে আবারো জিতেছে আর্জেন্টিনা। গতরাতে কাতার বিশ্বকাপ ফুটবলে একক প্রচেষ্টায় তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে প্রথম গোল করেন। এটি মেসির ক্লাব ও জাতীয় দল মিলিয়ে হাজারতম ম্যাচে ৭৮৯তম গোল। যে গোলে বিশ্বকাপে মেসি ছাড়িয়ে গেলেন দিয়েগো ম্যারাডোনাকেও। আল রাইয়ানের আহমেদ বিন আলি স্টেডিয়ামে মেসির পর গোল করেন হুলিয়ান আলভারেজ। শেষ দিকে আত্মঘাতী গোলে শুধু ব্যবধানই কমিয়েছে অস্ট্রেলিয়া। 

লিওনেল মেসি

গতরাতের ম্যাচে আর্জেন্টাইন গোলরক্ষকের নৈপুণ্যও ছিল নজরকাড়ার মতো। যাহোক, শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ আটের টিকেট কাটতে সক্ষম হয় আর্জেন্টিনা। আগামী ৯ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

গতকাল নকআউট পর্বে প্রথম গোলের সুবাদে কয়েকটি রেকর্ডে নাম লেখিয়েছেন আর্জেন্টাইন তারকা মেসি। বিশ্বকাপে ছাড়িয়ে গেছেন দিয়েগো ম্যারাডোনাকে। বিশ্বকাপে ম্যারাডোনার গোল আটটি, মেসির নয়টি। ১০ গোল নিয়ে এখন মেসির সামনে শুধু স্বদেশী গ্যাব্রিয়েল বাতিস্তুতা।#

পার্সটুডে/এসআইবি/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।