মার্কিন পরমাণু বোমারু বিমানের জরুরি অবতরণ ও অগ্নিকাণ্ড
(last modified Wed, 14 Dec 2022 05:38:37 GMT )
ডিসেম্বর ১৪, ২০২২ ১১:৩৮ Asia/Dhaka
  • মার্কিন পরমাণু বোমারু বিমানের জরুরি অবতরণ ও অগ্নিকাণ্ড

মার্কিন অত্যাধুনিক পরমাণু বোমারু বিমান বি-২ স্পিরিটে কারিগরি ত্রুটি দেখা দেয়ার পর মিসৌরি অঙ্গরাজ্যের একটি বিমান ঘাঁটিতে জরুরি অবতরণ করতে বাধ্য হয় এবং বিমানটিতে আগুন ধরে যায়। গত শনিবার এই ঘটনা ঘটেছে বলে মার্কিন বিমান বাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে।

বিমানের অস্বাভাবিক অবতরণের ফলে ঘাঁটির রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বি-২ স্পিরিট বিমানটি এভাবে জরুরি অবতরণের কারণে তাতে আগুন ধরে যায় এবং ঘাঁটির ফায়ার ফাইটার দল দ্রুত তা নিভিয়ে ফেলে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দিল এবং জরুরি অবতরণের প্রয়োজন হলো তা তদন্ত করে দেখা হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনী দাবি করে আসছিল বি-২ স্পিরিট হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক কৌশলগত বোমারু বিমান যা পরমাণু বোমা বহনে সক্ষম। এ বিমানের প্রতিটির দাম বর্তমানে ২১৫ কোটি ডলার। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি বিমান।

এর আগে গতবছর একটি বি-টু স্টিলথ বোমারু বিমান কারিগরি ত্রুটির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৪