ব্রিটেনে প্রথমবারের মতো নার্সদের ধর্মঘট; অংশ নিচ্ছেন এক লাখ
https://parstoday.ir/bn/news/world-i117248-ব্রিটেনে_প্রথমবারের_মতো_নার্সদের_ধর্মঘট_অংশ_নিচ্ছেন_এক_লাখ
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বৃটেনজুড়ে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন হাসপাতাল নার্সরা। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে এই ধর্মঘট চলছে। 
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২২ ১৩:৩৪ Asia/Dhaka
  • ব্রিটেনে নার্সদের ধর্মঘট
    ব্রিটেনে নার্সদের ধর্মঘট

বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বৃটেনজুড়ে ধর্মঘটের ঘোষণা দিয়েছেন হাসপাতাল নার্সরা। আজ (বৃহস্পতিবার) সকাল থেকে ইংল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডে এই ধর্মঘট চলছে। 

ব্রিটেনের নার্সদের সংগঠন  এনএইচএস-এর ইতিহাসে এ ধরণের এত বড় ধর্মঘট আর কখনো দেখা যায়নি। তবে স্কটল্যান্ডে এখনও নার্সরা ধর্মঘটের কোনো ঘোষণা দেননি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ধর্মঘট চললেও জীবন-রক্ষাকারী সেবা দিয়ে যাবেন নার্সরা। তবে রুটিন সার্জারি এবং অন্যান্য কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। 

রয়্যাল কলেজ অব নার্সিং বলেছে, তাদের ধর্মঘটের পথ বেছে নেয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ, মন্ত্রীরা তাদের বেতন বৃদ্ধি নিয়ে আলোচনা শুরু করতে চাননি। বৃটিশ সরকার জানিয়ে দিয়েছে, ১৯ শতাংশ বেতন বাড়ানোর দাবি পূরণ করা সম্ভব নয়। 

ট্রেড ইউনিয়ন আইন অনুযায়ী, নার্সরা গুরুতর অসুস্থ রোগীদের সেবা দিয়ে যাবে। কেমোথেরাপি এবং কিডনি ডায়লাসিস অব্যাহত থাকবে। এছাড়া, যেসব রোগী ইন্টেন্সিভ কেয়ারে আছেন তাদেরও সেবা দেয়া হবে। নার্সরা বলছেন, তারা যথেষ্ট দেখেছেন। কিন্তু তাদের যথেষ্ট বেতন এবং মূল্য দেয়া হচ্ছে না। সরকার তাদের কথা শুনছে না, ফলে তাদের সামনে ধর্মঘটের বিকল্প ছিল না।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।