গ্যাস টারবাইন খাতে ইরানের সঙ্গে সহযোগিতা করতে চায় রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i117456-গ্যাস_টারবাইন_খাতে_ইরানের_সঙ্গে_সহযোগিতা_করতে_চায়_রাশিয়া
গ্যাস টারবাইন উৎপাদনের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া। রাশিয়ার জ্বালানিমন্ত্রী নিকোলাই শুলগিনভ গতকাল (মঙ্গলবার) একথা বলেছেন। যখন বিদেশি নিষেধাজ্ঞা বানচাল করার ক্ষেত্রে ইরান ও রাশিয়ার মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়ছে তখন মস্কোর পক্ষ থেকে গ্যাস টারবাইন নির্মাণের জন্য এই প্রস্তাব দেয়া হলো।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ২১, ২০২২ ১৩:৩৪ Asia/Dhaka
  • গ্যাস টারবাইন খাতে ইরানের সঙ্গে সহযোগিতা করতে চায় রাশিয়া

গ্যাস টারবাইন উৎপাদনের ক্ষেত্রে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া। রাশিয়ার জ্বালানিমন্ত্রী নিকোলাই শুলগিনভ গতকাল (মঙ্গলবার) একথা বলেছেন। যখন বিদেশি নিষেধাজ্ঞা বানচাল করার ক্ষেত্রে ইরান ও রাশিয়ার মধ্যে পারস্পারিক সহযোগিতা বাড়ছে তখন মস্কোর পক্ষ থেকে গ্যাস টারবাইন নির্মাণের জন্য এই প্রস্তাব দেয়া হলো।

গতকাল রুশ জ্বালানিমন্ত্রী বলেন, গ্যাস টারবাইন প্রযুক্তি এবং যৌথ উৎপাদনের ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতামূলক কাজ করতে আগ্রহী রাশিয়া। এক খাতে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। রাশিয়া সফরত ইরানের জ্বালানিমন্ত্রী আলী আকবর মেহেরাবিয়ানের সঙ্গে বৈঠকে রুশ জ্বালানিমন্ত্রী এসব কথা বলেন।

গত অক্টোবর বার মাসে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি চুক্তি সই হয় যার আওতায় তেহরান রাশিয়াকে ৪০টি তারবাইন দিয়ে সহযোগিতা করবে। এসব টারবাইন পেলে রাশিয়া তার গ্যাস উৎপাদন কেন্দ্রগুলোকে আধুনিকায়ন করতে পারবে।

তবে আমেরিকা এবং তার মিত্র দেশগুলো রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর মস্কো নিজেই গ্যাস টারবাইন উৎপাদনের কাজ শুরু করতে চায়। মার্কিন নিষেধাজ্ঞার কারণে জার্মানির গ্যাস টারবাইন নির্মাণের বৃহৎ কোম্পানি সিমেন্সসহ পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়ার বাজার থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়ার পরিকল্পনা নিয়েছে। এ প্রেক্ষাপটে রাশিয়ার গ্যাসশিল্প প্রযুক্তিগত দিক দিয়ে কিছুটা চাপের মুখে রয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে যখন পশ্চিমা দেশগুলোর জোটবদ্ধ হয়ে মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে তখন ইরান ও রাশিয়া বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে।#

পার্সটুডে/এসআইবি/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।