ইউক্রেন যুদ্ধ:
জেলেনস্কির ওয়াশিংটন সফরের উদ্দেশ্য রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া: রুশ রাষ্ট্রদূত
আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন: ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়াশিংটন সফরের উদ্দেশ্য হলো রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ চালিয়ে যাওয়া।
জেলেনস্কির আমেরিকা সফরকালে দেওয়া বক্তৃতা-বিবৃতি থেকে সেটাই প্রমাণ হয় বলে দাবি করেন রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তোনোভ। গতরাতে তিনি মস্কোর বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেন। তিনি আমেরিকা সফরকালে দেওয়া জেলেনস্কির বক্তব্য-বিবৃতি উল্লেখ করে বলেন: জো বাইডেন সরকার ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে মোটেও আগ্রহী নয়।
আনাতোলি আন্তোনোভ আরও বলেন: ওয়াশিংটন তাদের প্রযুক্তিগত শক্তি সামর্থ, অস্ত্রশস্ত্র এবং গোয়েন্দা সক্ষমতা কিয়েভের উপর কেন্দ্রিভূত করেছে। তাদের পাগলামিপূর্ণ ধারণা হলো ওই যুদ্ধে রাশিয়া পরাজিত হবে এবং তারা সেটা কভার করবে।
আন্তোনোভ বলেন, কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে ওই ধরনের অস্ত্র এবং সেসব অস্ত্র ব্যবহারকারীরা হবে রুশ সেনাদের বৈধ লক্ষ্য।
ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে ইরান ড্রোন পাঠিয়েছে বলে যে দাবি তোলা হয়েছে ওই দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন রুশ রাষ্ট্রদূত।#
পার্সটুডে/এনএম/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।