ইউক্রেনের ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i117602-ইউক্রেনের_৪০০_ক্ষেপণাস্ত্র_প্রতিরক্ষা_ব্যবস্থা_ধ্বংস_করা_হয়েছে_রাশিয়া
রাশিয়ার সেনাবাহিনী ১০ মাস আগে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০০টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৫, ২০২২ ১০:২৭ Asia/Dhaka
  • ইউক্রেনের ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: রাশিয়া

রাশিয়ার সেনাবাহিনী ১০ মাস আগে ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করার পর থেকে এখন পর্যন্ত দেশটির ৪০০টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেঙ্কভ শনিবার মস্কোয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২৪ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৩৫২টি যুদ্ধবিমান, ১৯২টি হেলিকপ্টার, ২,৭১৯টি পাইলটবিহীন বিমান বা ড্রোন এবং ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ৩৯৯টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে রুশ সেনাবাহিনী।

কোনাশেঙ্কভ আরো বলেন, অভিযানে এ পর্যন্ত ইউক্রেনের ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে ৭,২২২টি, মাল্টিপল রকেট লাঞ্চার ৯৩৬টি, ফিল্ড আর্টিলারি গান ও মর্টার ৩,৭০৪টি এবং বিশেষ সামরিক যানবাহন ধ্বংস হয়েছে ৭,৭৩৭টি।

এর আগে রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিন শুক্রবার বলেছিল, ইউক্রেনকে বেসামরিকীকরণ করার ক্ষেত্রে রাশিয়ার সেনাবাহিনী ব্যাপক সাফল্য অর্জন করেছে।

১০ মাস আগে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেসব লক্ষ্য ঘোষণা করে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান শুরু করেছিলেন তার অন্যতম ছিল ইউক্রেনকে বেসামরিকীকরণ করা।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।