ডিসেম্বর ২৫, ২০২২ ১৩:৪৮ Asia/Dhaka
  • ভয়াবহ তুষারঝড় ও তীব্র ঠাণ্ডায় ১৬ জনের মৃত্যু, ২০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন

আর্কটিক অঞ্চল থেকে সৃষ্ট ভয়াবহ তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। প্রচণ্ড তুষারপাত-সংশ্লিষ্ট গাড়ি দুর্ঘটনায় এ পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ২০ লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

শীতকালীন ঝড়ের কারণে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া ক্রিসমাস উপলক্ষে লাখ লাখ মানুষ যখন দেশের অভ্যন্তরে সফরের কিংবা বাইরে যাওয়ার চেষ্টা করছেন তখন বিমানের হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে।

খ্রিস্টানদের বড়দিন ক্রিসমাস উপলক্ষে যখন সারাদেশে ব্যাপক উদযাপনের প্রস্তুতি চলছিল ঠিক তখনই এই ভয়াবহ তুষার ঝড় শুরু হয় এবং দেশের সমস্ত ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। সারাদেশে এখন উষ্ণতা ও বিপর্যস্ত বিদ্যুতের লাইন দ্রুত ঠিক করার জন্য হাহাকার চলছে।

ট্রাকিং সাইট পাওয়ারআউটেজ ডট ইউএস জানিয়েছে, আমেরিকা জুড়ে ১৮ লাখ বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। বহু বিদ্যুৎ কোম্পানি গ্রাহকদের সীমিত পর্যায়ে বিদ্যুৎ ব্যবহারের আবেদন জানিয়েছে এবং বিনা প্রয়োজনে লাইট না জ্বালানোর অনুরোধ করেছে।

বিদ্যুৎ ব্যবস্থা এবং বিমানের ফ্লাইট বিপর্যয়ের কারণে মার্কিন জনগণের প্রতিদিনের কর্মসূচি ও পরিকল্পনা বাধাগ্রস্ত হচ্ছে। শুধু শুক্রবারেই বিমানের ফ্লাইট বাতিল হয়েছে প্রায় ৬ হাজার যা আমেরিকার ইতিহাসে রেকর্ড। তুষারঝড় এবং তুষারপাতের পরিস্থিতি এতটাই খারাপ যে, দেশের বহু এলাকায় গাড়ি চালানো নিষিদ্ধ করা হয়েছে।

কেনটাকির গভর্নর অ্যান্ডি বিশের গতকাল (শনিবার) জনগণকে সতর্ক করে বলেছেন, “ঘরে থাকুন, নিরাপদে থাকুন, জীবিত থাকুন।তিনি বলেন, যদিও ক্রিসমাস উপলক্ষে ঘরে থাকা কঠিন ব্যাপার কিন্তু ডজন ডজন সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে এই মুহূর্তে ঘরে থাকাই শ্রেয়। নি উইয়র্কের বাফেলো এলাকায় চার থেকে ছয় ফুট তুষার পড়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বাফেলো সীমান্ত পেরিয়ে কানাডায় যাওয়ার তিনটি ব্রিজই বন্ধ করে দেয়া হয়েছে।

এরইমধ্যে আমেরিকার কোথাও কোথাও তাপমাত্রা মাইনাস ২৪ ডিগ্রি থেকে মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। এসব এলাকায় ফুটন্ত পানি শূন্যে ছুঁড়ে দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই তা বরফ হয়ে যাচ্ছে।
ভয়াবহ ঠাণ্ডার কারণে দেশ জুড়ে বিভিন্ন জায়গায় উষ্ণকেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। সবচেয়ে বিপদে পড়েছে গৃহহহীন মানুষেরা।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ