‘হামলার জন্য রাশিয়ার ইস্কান্দার এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র সম্পূর্ণভাবে তৈরি’ 
https://parstoday.ir/bn/news/world-i117648-হামলার_জন্য_রাশিয়ার_ইস্কান্দার_এবং_এস_৪০০_ক্ষেপণাস্ত্র_সম্পূর্ণভাবে_তৈরি’
বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের ভেতরে রাশিয়ার যে ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তা শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৬, ২০২২ ১৪:০৪ Asia/Dhaka
  • রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র
    রাশিয়ার ইস্কান্দার ক্ষেপণাস্ত্র

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের ভেতরে রাশিয়ার যে ইস্কান্দার কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং এস ৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে তা শত্রুর বিরুদ্ধে হামলা চালানোর জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা লিওনিদ কাসিনোস্কি গতকাল (রোববার) এই ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে পোস্ট করা এক বার্তায় তিনি বলেন, "আমাদের সেনা এবং ক্রুরা রাশিয়ার সশস্ত্র বাহিনীর সঙ্গে যৌথ যুদ্ধ মহড়ার সময় তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছে। ইস্কান্দার এবং এস-৪০০ ব্যবস্থা আজ থেকে কম্ব্যাট ডিউটিতে যুক্ত হয়েছে এবং সেগুলো তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে প্রস্তুত।" তবে পরমাণু ওয়ার হেড বহনে সক্ষম কতটি ইসকান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে বেলারুশের এ কর্মকর্ততা পরিষ্কার করে বলেননি।
এর আগে গত জুন মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের শক্তি প্রদর্শনের মোকাবেলায় বেলারুশকে পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। সে সময় বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লোকাশেংকো পুতিনের সঙ্গে বৈঠক করে এ ধরনের ক্ষেপণাস্ত্র সরবরাহ করার অনুরোধ জানিয়েছিলেন।#
পার্সটুডে/এসআইবি/এনএম/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।