রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রত্যয়
রাশিয়া ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবেই
-
সের্গেই ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দৃঢ়তার সাথে বলেছেন, যে লক্ষ্য নিয়ে তার দেশ ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে তা অর্জন করবেই। তিনি বলেন, “আমাদের সেনাদের মাঝে যে অধ্যবসায়, ধৈর্য এবং প্রতিশ্রুতি রয়েছে তাতে তারা ইউক্রেনে আমাদের দেশের জনগণ এবং সরকারের জন্য মৌলিক লক্ষ্য অর্জন করবে।"
শুরু থেকে রাশিয়া বলে আসছে দোনেস্ক এবং লোহানস্ক অঞ্চলের রুশ ভাষাভাষী লোকজনকে রক্ষা এবং ইউক্রেনকে নাজিবাদ মুক্ত করার লক্ষ্য নিয়ে মস্কো সামরিক অভিযান শুরু করেছে। গতকাল (বুধবার) রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ল্যাভরভ।
সাক্ষাৎকারে ল্যাভরভ জোর দিয়ে বলেন, ইউক্রেন যে শান্তি আলোচনার কথা বলছে তা শুরুর আগে অবশ্যই মস্কোর নিয়ন্ত্রণে নেয়া অঞ্চলের ওপর রাশিয়ার শাসনকে স্বীকৃতি দিতে হবে। রুশ সেনারা ইউক্রেনের যে চারটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছে সেগুলো এখন মস্কোর কাছে বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। তিনি বলেন, এই চারটি অঞ্চলের জনগণকে নাজিবাদের হুমকি থেকে মুক্ত হতে হবে যা বহু বছর ধরে তারা মোকাবেলা করে এসেছে। ল্যাভরভ বলেন, “আমরা আমাদের নাগরিকদের রক্ষা করব যারা বহু শতাব্দী ধরেই রাশিয়ার নাগরিক হিসেবে পরিচিত ছিল।”
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বহু বছর ধরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জন্য ইউক্রেনকে ব্যবহারের প্রস্তুতি নিয়েছে; তবে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধের অবসান ঘটাতে চাই।”#
পার্সটুডে/এসআইবি/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন