ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল বেলারুশ
https://parstoday.ir/bn/news/world-i117810-ক্ষেপণাস্ত্র_ছোঁড়ার_ঘটনায়_ইউক্রেনের_রাষ্ট্রদূতকে_তলব_করল_বেলারুশ
ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র বেলারুশের আকাশে ঢুকে পড়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মিনস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২২ ১২:৫১ Asia/Dhaka
  • ক্ষেপণাস্ত্র ছোঁড়ার ঘটনায় ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করল বেলারুশ

ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র বেলারুশের আকাশে ঢুকে পড়ার ঘটনায় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে মিনস্কে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল ইউক্রেনের ওই ক্ষেপণাস্ত্রটি বেলারুশের ভেতরে ঢুকে পড়ে এবং দেশটির সামরিক বাহিনী তা ভূপাতিত করে।

বেলারুশের ব্রেস্ট অঞ্চলের সামরিক কমান্ডার ওলেগ কোনোভালোভ বলেন, গত মাসে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র যেভাবে লক্ষ্যভ্রষ্ট হয়ে পোল্যান্ডের ভেতরে পড়েছিল, ঠিক সেভাবেই সম্ভবত এই ক্ষেপণাস্ত্রটি বেলারুশের আকাশে ঢুকে পড়ে। এ সত্ত্বেও বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে এবং এই ঘটনার সাথে জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই ঘটনার আমরা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছি এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার কথা বলেছি এই কারণে যে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা এড়ানো যায়।

গত ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। তখন থেকে বেলারুশ তার ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়ে রেখেছে রুশ সামরিক বাহিনীকে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০