'ইউক্রেনে শত শত মার্কিন সেনা তৎপর রয়েছে'
https://parstoday.ir/bn/news/world-i117812-'ইউক্রেনে_শত_শত_মার্কিন_সেনা_তৎপর_রয়েছে'
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে শত শত মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে। আমেরিকার এসব সেনা, বহু সামরিক উপদেষ্টা এবং গোয়েন্দা কর্মকর্তা বহু আগে থেকেই সরাসরি সংঘাতে জড়িত।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ডিসেম্বর ৩০, ২০২২ ১৩:০০ Asia/Dhaka
  • সের্গেই ল্যাভরভ
    সের্গেই ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে শত শত মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে। আমেরিকার এসব সেনা, বহু সামরিক উপদেষ্টা এবং গোয়েন্দা কর্মকর্তা বহু আগে থেকেই সরাসরি সংঘাতে জড়িত।

রাশিয়ার চ্যানেল ওয়ান টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে বুধবার ল্যাভরভ এসব কথা বলেন। সাক্ষাৎকারে তিনি ইউক্রেন সংঘাতে গভীরভাবে ওয়াশিংটনের জড়িত থাকার কথা তুলে ধরেন। ল্যাভরভ বলেন, বারবার মার্কিন সরকার আশ্বাস দেয়ার পরেও ইউক্রেনে মার্কিন সেনাদের সংঘাতে জড়িয়ে পড়ার ঘটনা বেড়েছে।

তিনি বলেন, ২০১৪ সালে যখন ইউক্রেনে কু হয়েছে তার আগে থেকেই মার্কিন সেনারা সেখানে তৎপর রয়েছে। ২০১৪ সালে ক্যু’র মধ্য দিয়ে রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে ক্ষমতাচ্যুত করা হয়। 

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র কর্মকর্তারা ইউক্রেনের গোয়েন্দা সংস্থার একটা বিরাট অংশ দখল করে রেখেছে। এছাড়া ইউক্রেনে নিযুক্ত মার্কিন সামরিক অ্যাটাশেরা ইউক্রেন কর্তৃপক্ষকে গুরুত্বপূর্ণ সামরিক পরামর্শ দিয়ে চলেছেন।

সের্গেই ল্যাভরভ বলেন, প্রকৃতপক্ষে মার্কিন নেতৃত্বাধীন সম্মিলিত পশ্চিমা বাহিনী এরইমধ্যে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্ত হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/৩০