কৌশলগত বিমান আধুনিকায়নের কাজ জোরদার করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i117848-কৌশলগত_বিমান_আধুনিকায়নের_কাজ_জোরদার_করেছে_রাশিয়া
রাশিয়া তার দীর্ঘ পাল্লার কৌশলগত টিইউ-২২ এমথ্রি বোমারু বিমান আধুনিকায়নের কাজ জোরদার করেছে। এই মডেলের একটি বিমান এরইমধ্যে রুশ বাহিনীতে চালু করা হয়েছে যা দেশের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ৩১, ২০২২ ১২:১৪ Asia/Dhaka
  • কৌশলগত বিমান আধুনিকায়নের কাজ জোরদার করেছে রাশিয়া

রাশিয়া তার দীর্ঘ পাল্লার কৌশলগত টিইউ-২২ এমথ্রি বোমারু বিমান আধুনিকায়নের কাজ জোরদার করেছে। এই মডেলের একটি বিমান এরইমধ্যে রুশ বাহিনীতে চালু করা হয়েছে যা দেশের পরমাণু অস্ত্র ভাণ্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।

এদিকে, দুটি টিইউ-২৬০এমথ্রি বোমারু বিমান পরীক্ষার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন ইউনাইটেড এয়ারক্রাফ্ট কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

টিইউ-২২ এমথ্রি বিমান রাশিয়ার সামরিক বাহিনীতে ১৯৭০ এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে। দীর্ঘদিন ধরে এই বিমানের আধুনিকায়ন করা হচ্ছে তবে ২০১৮ সালের আগ পর্যন্ত নতুন করে উন্মোচন করা হয়নি।

ইউনাইটেড এয়ারক্রাফট কর্পোরেশন দুটি টিইউ-১৬০এম বিমান টেস্টের জন্য হস্তান্তর করা হয়েছে। এরমধ্যে একটি বিমানকে আধুনিকায়ন করা হয়েছে আর অন্যটি পুরনো বিমানের অংশ দিয়ে নতুনভাবে তৈরি করা হয়েছে#

পার্সটুডে/এসআইবি/৩১