চারপাশে চীনের ৫৭ বিমান ও ৪ জাহাজ শনাক্ত করেছি: তাইওয়ান
https://parstoday.ir/bn/news/world-i118222-চারপাশে_চীনের_৫৭_বিমান_ও_৪_জাহাজ_শনাক্ত_করেছি_তাইওয়ান
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা দ্বীপের চারপাশে ৫৭টি চীনা বিমান ও নৌবাহিনীর চারটি জাহাজ শনাক্ত করেছে। যার মধ্যে ২৮টি বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে উড়েছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ০৯, ২০২৩ ১৮:১৮ Asia/Dhaka
  • চারপাশে চীনের ৫৭ বিমান ও ৪ জাহাজ শনাক্ত করেছি: তাইওয়ান

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তারা দ্বীপের চারপাশে ৫৭টি চীনা বিমান ও নৌবাহিনীর চারটি জাহাজ শনাক্ত করেছে। যার মধ্যে ২৮টি বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে উড়েছিল।

আজ (সোমবার) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে এই মহড়ার নিন্দা জানিয়ে বলা হয়েছে, চীনের এই তৎপরতা উসকানিমূলক।

গতকাল তাইওয়ানের চারপাশে আবারও সামরিক মহড়া চায় চীন। চীনা বাহিনীর এই মহড়া গত এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার অনুষ্ঠিত হলো। চীনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মহড়া চালানোর কথা ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, তাইওয়ান দ্বীপ নিয়ে ভূখণ্ডটির সঙ্গে চীনের দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। তাইওয়ান পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখণ্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত। অবশ্য তাইওয়ানকে বরাবরই নিজেদের একটি প্রদেশ বলে মনে করে থাকে বেইজিং।

২০২১ সালের অক্টোবরে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছিলেন, মূল ভূখণ্ডের সাথে তাইওয়ানের পুনরেকত্রীকরণ অবশ্যই সম্পূর্ণ করতে হবে। এজন্য সামরিক পথে অগ্রসর হওয়ার বিষয়টিও খোলা রেখেছে বেইজিং।#

পার্সটুডে/এসএ/৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।