আন্তালিয়াযর আবহাওয়া পরিস্থিতি:
তুরস্কের আন্তালিয়ায় ভয়াবহ ঝড়-তুফান: ব্যাপক ক্ষয়ক্ষতি
-
তুরস্কের আন্তালিয়ায় ভয়াবহ তুফান
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আন্তালিয়ায় ভয়াবহ তুফান আঘাত হেনেছে। আন্তালিয়া হলো আন্তালিয়া প্রদেশের রাজধানী এবং তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন শহর
আমাদের সংবাদদাতা জানিয়েছেন তুরস্কের আবহাওয়া সংস্থা ঘোষণা করেছে, আন্তালিয়ায় ঝড়ের কারণে আজ (বুধবার) ঘরবাড়ি, যানবাহন এবং সরকারি অবকাঠামোসহ জনগণের মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে।

ঝড়ের তীব্রতায় গাড়ির ওপর গাছ পড়ে যানবাহনের যেমন ক্ষতি হয়েছে তেমনি বেশ কয়েকটি ভবনের ছাদও ধ্বংস হয়ে গেছে। একইভাবে আন্তালিয়া বিমানবন্দরে বহু ফ্লাইটের উড্ডয়নেও সমস্যা হয়েছে।
তুরস্কের আবহাওয়া দফতর এক সতর্কবার্তায় বলেছে আগামী দুই দিন ঝড়ো পরিস্থিতি এবং মুষলধারে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। কাজেই গুরুত্বপূর্ণ এই পর্যটন শহরের বাসিন্দাদেরকে অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হতে বলা হয়েছে।#
পার্সটুডে/এনএম/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।