রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তারা বন্দি বিনিময়ে সম্মত হয়েছে
https://parstoday.ir/bn/news/world-i118350-রাশিয়া_ও_ইউক্রেনের_কর্মকর্তারা_বন্দি_বিনিময়ে_সম্মত_হয়েছে
রাশিয়া এবং ইউক্রেন পরস্পরের মধ্যে ৪০ জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। রাশিয়ার মানবাধিকার পরিদর্শক যুদ্ধবন্দী বিনিময়ের ব্যাপারে দু'দেশের সম্মতির খবর দিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জানুয়ারি ১২, ২০২৩ ১৭:৪৮ Asia/Dhaka
  • রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তার বৈঠক
    রাশিয়া ও ইউক্রেনের কর্মকর্তার বৈঠক

রাশিয়া এবং ইউক্রেন পরস্পরের মধ্যে ৪০ জন যুদ্ধবন্দি বিনিময়ে সম্মত হয়েছে। রাশিয়ার মানবাধিকার পরিদর্শক যুদ্ধবন্দী বিনিময়ের ব্যাপারে দু'দেশের সম্মতির খবর দিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার বিশেষ অভিযানের দশ মাস পেরিয়ে গেছে। এরইমধ্যে  হাজার হাজার মানুষ হতাহত কিংবা বন্দি হয়েছে। নববর্ষ উপলক্ষ্যে দু'দেশই অন্তত ২০০ সেনাকে মুক্তি দিয়েছে।

তুর্কি অনলাইন মিডিয়া টি-২৪ জানিয়েছে, রাশিয়ার মানবাধিকার পরিদর্শক তাতিয়ানা মোসকালকোভের সঙ্গে ইউক্রেনের মানবাধিকার পরিদর্শক দিমিত্রো লুভিনতাসের বৈঠক হয়েছে। তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত 'একবিংশ শতকে মানবাধিকারের ভবিষ্যত' শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সে তাদের সাক্ষাৎ হয়। বৈঠক শেষে জানানো হয়েছে ৪০ জন যুদ্ধবন্দি বিনিময়ের ব্যাপারে তারা সম্মত হয়েছেন।

দুই মানবাধিকার কর্মকর্তাই যুদ্ধ বিরতির ব্যাপারে আলোচনা চালিয়ে যাবার ওপর গুরুত্বারোপ করেন। মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা খুবই জরুরি বলে উভয় কর্মকর্তা মত দিয়েছেন।

মস্কো এবং কিয়েভের মধ্যে বৃহত্তর কূটনৈতিক আলোচনা পুরোপুরি ব্যর্থ হওয়া সত্ত্বেও উভয় পক্ষই কয়েক দফা শত শত সামরিক বন্দি বিনিময় করেছে।#

পার্সটুডে/এনএম/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।