কাবুলে দেহরক্ষীসহ সাবেক নারী সংসদ সদস্যকে হত্যা করল বন্দুকধারীরা
https://parstoday.ir/bn/news/world-i118498-কাবুলে_দেহরক্ষীসহ_সাবেক_নারী_সংসদ_সদস্যকে_হত্যা_করল_বন্দুকধারীরা
আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা সেদেশের একজন সাবেক নারী সংসদ সদস্যকে হত্যা করেছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এ খবর জানিয়ে বলেছেন, বন্দুকধারীরা গভীর রাতে মুরসাল নবিজাদা’র বাসভবনে হানা দিয়ে তাকে হত্যা করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৬, ২০২৩ ০৯:৩৬ Asia/Dhaka
  • কাবুলে দেহরক্ষীসহ সাবেক নারী সংসদ সদস্যকে হত্যা করল বন্দুকধারীরা

আফগানিস্তানের রাজধানী কাবুলে ভারী অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা সেদেশের একজন সাবেক নারী সংসদ সদস্যকে হত্যা করেছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান এ খবর জানিয়ে বলেছেন, বন্দুকধারীরা গভীর রাতে মুরসাল নবিজাদা’র বাসভবনে হানা দিয়ে তাকে হত্যা করে।

৩২ বছর বয়সি নবিজাদা ২০২১ সালের আগস্ট মাসে তালেবানের হাতে কাবুলের পতন হওয়ার আগ পর্যন্ত আফগানিস্তানের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। কাবুলে পুলিশের মুখপাত্র জানান, শনিবার গভীর রাতের ওই হামলায় নবিজাদার একজন দেহরক্ষীও নিহত হন। এছাড়া, গুলিতে নবিজাদার একজন ভাই আহত হয়েছেন।

২০২১ সালের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর যেসব নারী সংসদ সদস্য সাহস করে কাবুলে থেকে যান তাদের অন্যতম ছিলেন নবিজাদা।আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশ থেকে উঠে আসা এই তরুণ রাজনীতিবদ ২০১৮ সালে কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আফগানিস্তানের সাবেক প্রধান নির্বাহী আব্দুল্লাহ  আব্দুল্লাহ নবীজাদার হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে ঘাতকদের কঠোর শাস্তি দাবি করেছেন। তিনি নিহত এই সংসদ সদস্যকে প্রকৃত জনপ্রতিনিধি ও জনগণের সেবক বলে উল্লেখ করেছেন।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।