আফগানিস্তানজুড়ে এক সপ্তাহে মারা গেছে অন্তত ৭০ জন
https://parstoday.ir/bn/news/world-i118636-আফগানিস্তানজুড়ে_এক_সপ্তাহে_মারা_গেছে_অন্তত_৭০_জন
আফগানিস্তানে ভয়াবহ শৈত্য প্রবাহের ফলে গত এক সপ্তাহে অন্তত ৭০ জন মানুষ মৃত্যুবরণ করেছে। এছাড়া ৭০ হাজার গবাদি পশু মারা গেছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ১৯, ২০২৩ ১১:৫৫ Asia/Dhaka
  • আফগানিস্তানজুড়ে এক সপ্তাহে মারা গেছে অন্তত ৭০ জন

আফগানিস্তানে ভয়াবহ শৈত্য প্রবাহের ফলে গত এক সপ্তাহে অন্তত ৭০ জন মানুষ মৃত্যুবরণ করেছে। এছাড়া ৭০ হাজার গবাদি পশু মারা গেছে।

আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় মানুষ ও গবাদি পশুর মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা গতকাল (বুধবার) জানিয়েছেন, চলমান ভয়াবহ শৈত্য প্রবাহে আফগানিস্তানে মানবিক সংকট সৃষ্টি হয়েছে।

গত দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের বহু প্রদেশ ভয়াবহ রকমের ঠাণ্ডা আবহাওয়ার কবলে পড়েছে। এর মধ্যে আফগানিস্তানের ঘোর অঞ্চলে মাইনাস ৩৩° সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটিই সাম্প্রতিক বছরগুলোর মধ্যে আফগানিস্তানে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা।

আফগানিস্তানের আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা মোঃ নাসিম মুরাদি বলেন, "আমরা ধারণা করছি আরো এক সপ্তাহ এই ভয়াবহ ঠাণ্ডা অব্যাহত থাকবে।"

তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ প্রচণ্ড ঠান্ডায় আফগান নাগরিকদের মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের স্বজন ও পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আরো যাতে হতাহত না হয় সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থা এবং কর্মকর্তাদেরকে দিকনির্দেশনা দেয়া হয়েছে বলে জবিউল্লাহ মুজাহিদ জানান।#

পার্সটুডে/এসআইবি/১৯