জাপোরিজিয়ার দুই শহরের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা
https://parstoday.ir/bn/news/world-i118794-জাপোরিজিয়ার_দুই_শহরের_দিকে_অগ্রসর_হচ্ছে_রাশিয়ার_সেনারা
রাশিয়ার সেনারা জাপোরিজিয়া অঞ্চলের দুটি শহরের দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। অবশ্য এর আগে রুশ বাহিনীকে ব্যাপক লড়াইয়ের মুখোমুখি হতে হয়। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৩, ২০২৩ ১৭:১২ Asia/Dhaka
  • জাপোরিজিয়ায় সংঘর্ষ
    জাপোরিজিয়ায় সংঘর্ষ

রাশিয়ার সেনারা জাপোরিজিয়া অঞ্চলের দুটি শহরের দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। অবশ্য এর আগে রুশ বাহিনীকে ব্যাপক লড়াইয়ের মুখোমুখি হতে হয়। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

ওই অঞ্চলে রাশিয়া সমর্থিত সরকারি কর্মকর্তা রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থাকে জানান, জাপোরিজিয়া থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে ওরিখিভ ও হুলাইয়াপোল শহরকে কেন্দ্র করে লড়াই চলছে। তবে যুদ্ধের নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে রয়েছে বলে তিনি দাবি করেন।
এই সাক্ষাৎকারের পর রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা আরও সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। তার আগে ইউক্রেনের সামরিক বাহিনীর অবস্থানে তারা হামলা চালিয়েছে।
যদিও জাপোরিজিয়া অঞ্চলের দক্ষিণ অংশের বেশিরভাগ রুশ বাহিনীর দখলে তবে, জাপোরিজিয়ার প্রধান শহর এবং উত্তর অংশে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে নেই। ওই এলাকা থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে রাশিয়া।
সম্প্রতি রাশিয়া ইউক্রেনের কাছ থেকে সোলেদার শহর দখল করে নিয়েছে। এছাড়া বাখমুট শহর দখলের জন্য তিন দিক থেকে ঘিরে ফেলেছে। ধারণা করা হচ্ছে শিগগিরই বাখমুট শহর রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে যাবে।#

পার্সটুডে/এসআইবি/এনএম/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।