জেলেনস্কির আত্মসমর্পণ: আমরা 'যে-কোনো মূল্যে' বাখমুত রক্ষা করতে প্রস্তুত নই
(last modified Mon, 20 Feb 2023 09:08:10 GMT )
ফেব্রুয়ারি ২০, ২০২৩ ১৫:০৮ Asia/Dhaka
  • ভলোদিমির জেলেনস্কি
    ভলোদিমির জেলেনস্কি

বাখমুত শহরের উদ্দেশ্যে রুশ বাহিনীর অগ্রযাত্রার ঘটনায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন: কিয়েভ যে-কোনো মূল্যে বাখমুত রক্ষা করতে প্রস্তুত নয়।

রাশিয়ান সংবাদসূত্র দু'দিন আগে জানিয়েছে রুশ সামরিক বাহিনী বাখমুত শহরের উত্তরাঞ্চলীয় পার্সকোভিউকা শহরটিতে পরিপূর্ণ শুদ্ধি অভিযান চালিয়েছে। এই শহরটি এখন পুরোপুরি রাশিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

বার্তা সংস্থা ফারস জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বাখমুত শহরের গুরুত্ব স্বীকার করে বলেছেন: দোনবাসের অন্যান্য শহরের মতো পার্সকোভিউকা শহরের সুরক্ষাও আমাদের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ বিষয়। তবে যে-কোনো মূল্যে নয় কিংবা সবার মৃত্যুর বিনিময়ে নয়।

ফ্রান্স-ট্রয়েন্টি-ফোর ইতোপূর্বে রাশিয়ার সেনাবাহিনী এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে তুমুল সংঘর্ষের কথা উল্লেখ করে জানিয়েছে, বাখমুত শহর ইউক্রেনীয় বাহিনীর জন্য মাংসের কিমা তৈরির মেশিনে পরিণত হয়েছে।#

পার্সটুডে/এনএম/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ