ওয়াশিংটনের রাজপথে যুদ্ধ-বিরোধী সমাবেশ
ইউক্রেনকে অর্থ যোগানের প্রতিবাদ, ন্যাটোকে বিচ্ছিন্ন করার দাবি
মার্কিন সরকারের যুদ্ধকামী নীতির প্রতিবাদে আমেরিকার হাজার হাজার যুদ্ধবিরোধী মানুষ রাজধানী ওয়াশিংটনের রাস্তায় সমাবেশ করেছেন।
এ সময় তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ বন্ধ এবং ন্যাটো সামরিক জোটকে বিচ্ছিন্ন করতে বাইডেন প্রশাসনের কাছে জোরালো দাবি জানান।
গতকাল (রোববার) অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালে। এটি মার্কিন রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষের কাছে প্রতীকি গুরুত্ব রয়েছে।
বিক্ষোভকারীদের হাতে ছিল যুদ্ধ বিরোধী প্লাকার্ড। তারা রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি কিয়েভ সরকারকে সাহায্য না করারও কথা বলেছেন তারা।
বিক্ষোভকারীরা মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটকে সারাবিশ্বে যুদ্ধের ভয়াবহতা ছড়িয়ে দেয়ার জন্য দায়ী করেন। সমাবেশে বক্তব্য রাখেন শান্তিবাদী সাংবাদিক কিসে হেডেজ।#
পার্সটুডে/এসআইবি/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।