৪ কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া
https://parstoday.ir/bn/news/world-i120060-৪_কৌশলগত_ক্রুজ_ক্ষেপণাস্ত্রের_পরীক্ষা_চালালো_উ._কোরিয়া
উত্তর কোরিয়া চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সামরিক মহড়া চলাকালে এসব পরীক্ষা সম্পন্ন করা হয়। এসব ক্ষেপণাস্ত্র অন্তত দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে।  
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ১৯:০১ Asia/Dhaka
  • ৪ কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া

উত্তর কোরিয়া চারটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) সামরিক মহড়া চলাকালে এসব পরীক্ষা সম্পন্ন করা হয়। এসব ক্ষেপণাস্ত্র অন্তত দুই হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে।  

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, কোরিয়ান পিপলস আর্মির ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউনিট নর্থ হেমগিয়ং প্রদেশের কিম চায়েক সিটি থেকে কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলের কাছে সাগরে এই চারটি ‘হোয়াসল-২’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

অন্য ইউনিটগুলো নিরাপত্তাবেষ্টিত এলাকাগুলোতে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে, তবে কোনো তাজা গুলি ব্যবহার করা হয়নি।

এমন এক সময়ে পিয়ংইয়ং এ পরীক্ষার কথা জানাল, যখন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার সম্ভাব্য পারমাণবিক অস্ত্র ব্যবহারের জবাবে কী করা যাবে, তা নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ চালাচ্ছে।

এদিকে, উত্তর কোরিয়া জাতিসংঘের বিরুদ্ধে চরম পক্ষপাতের অভিযোগ তুলেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বৈঠক ডাকায় তারা এই অভিযোগ করলো। উত্তর কোরিয়ার দাবি, জাতিসংঘ তাদের সামরিক কর্মকাণ্ড নিয়ে ‌অন্যায্য আচরণ করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ মহড়া নিয়ে কিছুই বলছে না জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।