ইউক্রেনের নতুন নাম রাখুন : রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট
https://parstoday.ir/bn/news/world-i120626-ইউক্রেনের_নতুন_নাম_রাখুন_রাশিয়ার_সাবেক_প্রেসিডেন্ট
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নাৎসি বাহিনীর সহযোগী স্টেপান বানদেরার নামে ইউক্রেনের নামকরণ করার প্রস্তাব দিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ১২, ২০২৩ ১৮:১০ Asia/Dhaka
  • রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ
    রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ

রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ নাৎসি বাহিনীর সহযোগী স্টেপান বানদেরার নামে ইউক্রেনের নামকরণ করার প্রস্তাব দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি রাশিয়ার নাম পরিবর্তন করে নতুন নাম রাখাতে তার দেশের সরকারি কর্মকর্তাদের পরামর্শ দেয়ার একদিন পর এই কথা বললেন মেদভেদেভ।

জেলেনস্কি শুক্রবার রাশিয়ার নাম পরিবর্তন করে মস্কোভিয়া রাখার বিষয়টি আদ্যপান্ত বিশ্লেষণ করে দেখতে তার দেশের সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি একটি অনলাইন পিটিশনের প্রতিক্রিয়ায় একথা বলেন। পিটিশনে বলা হয়েছে, ‘রাশিয়া' নামটি কিয়েভান রাসের ইতিহাসকে বিকৃত করে।  কিয়েভান রাস হচ্ছে একটি মধ্যযুগীয় রাষ্ট্র যেখান থেকে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশেরই উৎপত্তি। তবে, অনেক ইউক্রেনীয় জাতীয়তাবাদী দাবি করেন যে, তাদের দেশই রাশিয়ার প্রকৃত উত্তরাধিকারী।

জেলেনস্কির বক্তব্যের জবাবে দিমিত্রি মেদভেদেভ টেলিগ্রাম চ্যানেলে দেয়া পোস্টে বলেন, “আমাদের একমাত্র জবাব হবে ‘শোয়াইনিস বান্দেরা রাইখ’।”মেদভেদেভ দৃশ্যত ইউক্রেনের কিছু নেতার মতাদর্শকে তুলে ধরতে এই নাম ব্যবহার করতে চান।

স্টেপান রাইখ ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ‘অর্গানাইযেশন অব ইউক্রেনিয়ান ন্যাশনালিস্ট’ বা ওইউএনের নেতা যিনি জাতীয়তাবাদী চেতনায় উজ্জীবিত ছিলেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান চ্যান্সেলর এডলফ হিটলারের সহযোগী ছিলেন এবং নাৎসি বাহিনীকে রাশিয়ায় আগ্রাসন চালাতে সহযোগিতা করেন। পরে তিনি ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে মতবিরোধের কারণে জার্মানিতে গ্রেফতার হন।

বান্দেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম জার্মানিতে পালিয়ে যান এবং ১৯৫৯ সালে কেজিবি এজেন্টের হাতে গুপ্তহত্যার শিকার হন। তবে বান্দেরাকে আধুনিক ইউক্রেনে সম্মানের সঙ্গে অনুসরণ করা হয়। তার নামে দেশটিতে অনেক রাস্তা ও ভবনের নাম রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।