‘চীন-তাইওয়ান পুনঃএকত্রীকরণের মাঝখানে কোনো শক্তি দাঁড়াতে পারবে না’ 
https://parstoday.ir/bn/news/world-i121352-চীন_তাইওয়ান_পুনঃএকত্রীকরণের_মাঝখানে_কোনো_শক্তি_দাঁড়াতে_পারবে_না’
তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে বেইজিং আবারো বলেছে, জাতীয় পুনঃএকত্রীকরণের লক্ষ্য অর্জনের পথে কোনো ব্যক্তি বা শক্তি চীনকে আটকে রাখতে পারবে না। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ০১, ২০২৩ ১৪:০৬ Asia/Dhaka
  • চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং
    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং

তাইওয়ানের ওপর সার্বভৌমত্ব দাবি করে বেইজিং আবারো বলেছে, জাতীয় পুনঃএকত্রীকরণের লক্ষ্য অর্জনের পথে কোনো ব্যক্তি বা শক্তি চীনকে আটকে রাখতে পারবে না। 

গতকাল (শুক্রবার) রাজধানী বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং একথা বলেন। তিনি বলেন, তাইওয়ান এবং আমেরিকার মধ্যে আনুষ্ঠানিক যেকোনো ধরনের যোগাযোগের বিরোধী বেইজিং।

চীনা মুখপাত্র বলেন, "আমরা বহুবার বলেছি এবং আবারও বলছি যে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইন ওয়েনের আমেরিকায় কথিত ট্রানজিট নেয়ার কঠোর বিরোধিতা করে চীন সরকার। যেকোনো নামে বা যে কোন অজুহাতে তাইওয়ানের কর্মকর্তাদের আমেরিকা সফরের বিরোধী আমরা। একইভাবে আমেরিকার পক্ষ থেকে তাইওয়ানের সাথে যেকোনো ধরনের যোগাযোগের বিষয়টিও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।"

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, তাইওয়ানের প্রেসিডেন্ট  আমেরিকায় যাত্রা বিরতির নামে যে সফর করেছেন তা মূলত তাদের বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টার অংশ।

তাইওয়ানের প্রেসিডেন্ট গুয়েতেমালা ও বেলিজ সফরে গেছেন। এই সফরে যাওয়ার পথে তিনি নিউইয়র্কে যাত্রাবিরতি করেন। বিষয়টিকে তীব্র সমালোচনার দৃষ্টিতে দেখছে চীন সরকার#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১