অতি গোপনীয় নথি ফাঁস হওয়া আমেরিকার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি
https://parstoday.ir/bn/news/world-i121782-অতি_গোপনীয়_নথি_ফাঁস_হওয়া_আমেরিকার_নিরাপত্তার_জন্য_মারাত্মক_হুমকি
মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সম্প্রতি ডজন ডজন অতি গোপণীয় নথি অনলাইনে ফাঁস হওয়ার কারণে আমেরিকার জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ১১, ২০২৩ ০৯:৪৬ Asia/Dhaka
  • অতি গোপনীয় নথি ফাঁস হওয়া আমেরিকার নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি

মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সম্প্রতি ডজন ডজন অতি গোপণীয় নথি অনলাইনে ফাঁস হওয়ার কারণে আমেরিকার জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। 

সেক্রেটারি অব ডিফেন্স ফর পাবলিক অ্যাফেয়ার্স-এর সহকারি ক্রিস মার গতকাল (সোমবার) একথা বলেন। তিনি বলেন, “কীভাবে এসব তথ্য ফাঁস হলো তা নিয়ে আমরা এখনো তদন্ত করছি। গোপণ নথি ফাঁসের বিষয়ে এরইমধ্যে মার্কিন আইন ও বিচার মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে।” 

সম্প্রতি আমেরিকা ও তার মিত্রদের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সামরিক এবং গোয়ন্দা বিষয়ক অতি গোপণীয় নথি ফাঁস হয়েছে যা টুইটার, টেলিগ্রাম, ডিসকর্ড এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

ফাঁস হওয়া নথির মধ্যে ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত গোপণ তথ্য এবং মিত্রদের সম্পর্কে স্পর্শকাতর ব্যাখ্যা-বিশ্লেষণ রয়েছে। এর মধ্যে একটি তথ্য হচ্ছে- ইহুদিবাদী ইসরাইলের দখলদার সরকারের বিরুদ্ধে চলমান বিক্ষোভে ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সমর্থন থাকার প্রসঙ্গ।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১১