ইউক্রেন যুদ্ধে আমেরিকা ও ইউরোপকে অবশ্যই উস্কানি দেয়া বন্ধ করতে হবে
https://parstoday.ir/bn/news/world-i122002-ইউক্রেন_যুদ্ধে_আমেরিকা_ও_ইউরোপকে_অবশ্যই_উস্কানি_দেয়া_বন্ধ_করতে_হবে
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা এবং ইউরোপকে অবশ্যই অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে যুদ্ধে উৎসাহ জোগানো বন্ধ করতে হবে। যুদ্ধে উসকানি দেয়া বন্ধ করে তাদের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা শুরু করা উচিত।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১৬, ২০২৩ ১৩:১৮ Asia/Dhaka
  • ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা
    ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা বলেছেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা এবং ইউরোপকে অবশ্যই অস্ত্র সরবরাহ বন্ধ করার মাধ্যমে যুদ্ধে উৎসাহ জোগানো বন্ধ করতে হবে। যুদ্ধে উসকানি দেয়া বন্ধ করে তাদের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা শুরু করা উচিত।

গতকাল (শনিবার) চীনের রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলন এ কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি সুস্পষ্ট করে বলেন, শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলা জরুরি।

লুলা ডি সিলভা বলেন, ইউক্রেন যুদ্ধে ধৈর্য ধরা জরুরি তবে তার চেয়ে বেশি জরুরি অস্ত্র সরবরাহ এবং যুদ্ধে উৎসাহ যোগানো বন্ধ করা। যদি এইগুলো করা হয় তাহলে আশা করা যায়, বিশ্ব নেতারা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বোঝাতে সক্ষম হবেন যে, সারা বিশ্বের জন্য শান্তি প্রয়োজন।

গত মাসে চীন ও ব্রাজিল দ্বিপক্ষীয় বাণিজ্যে নিজস্ব মুদ্রা ব্যবহারের বিষয়ে একটি চুক্তি সই করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।