পাল্টা পদক্ষেপে জার্মানির অন্তত ২০ কূটনীতিককে বহিষ্কার করছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i122296-পাল্টা_পদক্ষেপে_জার্মানির_অন্তত_২০_কূটনীতিককে_বহিষ্কার_করছে_রাশিয়া
জার্মানি থেকে কূটনীতিক বহিষ্কারের প্রতিবাদে রাশিয়াও অন্তত ২০ জন জার্মান কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (শনিবার) এ তথ্য জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৩, ২০২৩ ১৩:৩৩ Asia/Dhaka
  • রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
    রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়

জার্মানি থেকে কূটনীতিক বহিষ্কারের প্রতিবাদে রাশিয়াও অন্তত ২০ জন জার্মান কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (শনিবার) এ তথ্য জানান।

তিনি বলেন, জার্মানি রাশিয়ার ২০ জনের বেশি কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ার পরিপ্রেক্ষিতে মস্কোও পাল্টা পদক্ষেপ হিসেবে বিশ জনের বেশি কূটনীতিক জার্মানিতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। জাখারোভা বলেন, বার্লিন যে পদক্ষেপ নিয়েছে আমরা তার কঠোর নিন্দা জানাই। তারাই কূটনৈতিক সম্পর্কসহ দু'দেশের মধ্যকার সামগ্রিক সম্পর্ক নিশ্চিতভাবে ধ্বংস করছে।
মস্কো বলছে, কূটনীতিক বহিষ্কারের পদক্ষেপ গোপন রাখতে চেয়েছিল জার্মানি কিন্তু গণমাধ্যম তা ফাঁস করে দিয়েছে। চলতি মাসের প্রথম দিকে জার্মানির কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছিল, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক ব্যক্তিগতভাবে কূটনীতিক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। তিনি রাশিয়ার অন্তত ৩০ জন কূটনীতিকে বহিষ্কার করতে চেয়েছিলেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জার্মানির এইসব পদক্ষেপের পর পাল্টা ব্যবস্থা নেয়ার পথ বেছে নিয়েছে মস্কো। তবে এ দফায় ঠিক কতজন কূটনীতিক বহিষ্কার করবে তা পরিষ্কার করে বলেনি কোনো পক্ষ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, জার্মান দূতাবাসের সর্বোচ্চ সংখ্যক স্টাফকে দেশে ফেরত পাঠানো হবে।#
পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।