ইয়েমেন উপকূলে হামলার শিকার ব্রিটিশ জাহাজ: রিপোর্ট
(last modified Sat, 29 Apr 2023 07:34:44 GMT )
এপ্রিল ২৯, ২০২৩ ১৩:৩৪ Asia/Dhaka
  • ইয়েমেন উপকূলে হামলার শিকার ব্রিটিশ জাহাজ: রিপোর্ট

ইয়েমেনের উপকূলে একটি ব্রিটিশ জাহাজ হামলার শিকার হয়েছে বলে ব্রিটেনের সমুদ্র বিষয়ক সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অর্গানাইজেশন জানিয়েছে। তবে হামলার পর সেখানকার পরিস্থিতি কী হয়েছিল তা পরিষ্কার করেনি সংস্থাটি।

গতকাল (শুক্রবার) ইউনাইটেড কিংডম মেরিটাইম বলেছে, ইয়েমেনের দক্ষিণ উপকূলীয় বন্দরনগরী নিশতুনের কাছে এই হামলার ঘটনা ঘটে। শহরটি পূর্ব দিকে ওমান সীমান্তের কাছে অবস্থিত।

সংস্থাটি জানিয়েছে, তিনটি ছোট বোট ব্রিটিশ জাহাজের ওপর চড়াও হয় এবং এসব বোট থেকে জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। প্রতিটি বোটে তিন থেকে চারজন আরোহী ছিল বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম। পরে অবশ্য সংস্থাটি একে হামলা না বলে একটি ঘটনা হিসেবে উল্লেখ করেছে।

এডেন উপসাগরের তীরে অবস্থিত নিশতুন বন্দরটি ২০১৫ সাল থেকে সৌদি জোট নিয়ন্ত্রণ করে আসছে। ওই এলাকায় বেশ কয়েকবার কয়েকটি জাহাজ হামলার মুখে পড়েছে। তবে কেউ কখনো এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি।# 

পার্সটুডে/এসআইবি/জিএআর/ ২৯