ইউক্রেনে তৎপর মার্কিন সেনাসংখ্যা প্রকাশ করতে বাইডেনের ওপর চাপ
https://parstoday.ir/bn/news/world-i122560-ইউক্রেনে_তৎপর_মার্কিন_সেনাসংখ্যা_প্রকাশ_করতে_বাইডেনের_ওপর_চাপ
ইউক্রেন যুদ্ধে আমেরিকার কত সেনা জড়িত রয়েছে তা প্রকাশ করতে বাইডেন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছেন দেশটির রিপাবলিকান আইনপ্রণেতারা। তারা দাবি করছেন, এ বিষয়ে হোয়াইট হাউজ ও পেন্টাগনের পক্ষ থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ২৯, ২০২৩ ১৮:০১ Asia/Dhaka
  • ইউক্রেনে তৎপর মার্কিন সেনাসংখ্যা প্রকাশ করতে বাইডেনের ওপর চাপ

ইউক্রেন যুদ্ধে আমেরিকার কত সেনা জড়িত রয়েছে তা প্রকাশ করতে বাইডেন প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছেন দেশটির রিপাবলিকান আইনপ্রণেতারা। তারা দাবি করছেন, এ বিষয়ে হোয়াইট হাউজ ও পেন্টাগনের পক্ষ থেকে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

এ দাবিতে গতকাল (শুক্রবার) রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটিতে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে বলা হয়, ইউক্রেনে বর্তমানে কত সেনা আছে এবং ভবিষ্যতে ইউক্রেনকে কী পরিমাণে সামরিক সহায়তা দেয়া হবে তা হোয়াইট হাউজ ও পেন্টাগনকে পরিষ্কার করতে হবে।

ফ্লোরিডা থেকে নির্বাচিত কংগ্রেসম্যান ম্যাট গায়েট্‌য উত্থাপিত এ প্রস্তাবের পক্ষে পড়ে ২২ ভোট আর বিপক্ষে ২০টি। ভোটাভুটিতে পাস হওয়ার পর একে জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে বড় বিজয় বলে উল্লেখ করেন গায়েট্‌য। তিনি বলেন, ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়ে সত্য প্রকাশ ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভয় পাচ্ছেন ডেমোক্র্যাটরা।

গতকাল পাস হওয়া প্রস্তাব অনুসারে এ কমিটিকে ইউক্রেনে সেনা তৎপরতা ও ভবিষ্যত সামরিক পরিকল্পনা সম্পর্কে হোয়াইট হাউজ ও পেন্টাগন আগামী ১৪ দিনের মধ্যে প্রতিনিধি পরিষদের সমস্ত তথ্য দিতে বাধ্য হবে। এই তথ্য থেকে পরিষ্কার হওয়া যাবে- ইউক্রেনে মার্কিন স্পেশাল ফোর্স মোতায়েন আছে কিনা।#
পার্সটুডে/এসআইবি/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।